এ রেকর্ড (A Record) ডিএনএস জোন ফাইলের বর্ণনা পর্ব-২

আগের পর্বে আমরা SOA ও NS রেকর্ড সম্পর্কে জেনেছি। আজ A record সম্পর্কে জানবো।

A রেকর্ডই (Address Record) কোন একটি ডোমেইনকে বা সাব ডোমেইনকে কোন আইপি এড্রেসে ম্যাপ করে। সাব ডোমেইনটি ভিন্ন সারভারে হোস্ট করাসহ বেশি কিছু কাজ করাতে ব্যবহার করা যায়। A রেকর্ডের চার টা অংশ থাকে। নিচের টেবিলের মাধ্যমে বর্ণনা করি

Type TTL Name Value Effect
Record type Lifespan Subdomain IP Address (IPv4)
A 3 hours www 123.123.123.123 www.mydomain.tld ডোমেইনটি 123.123.123.123  সারভারে হোস্ট করা
A 3 hours @ 124.124.124.124 mydomain.tld ডোমেইনটি 124.124.124.124 সারভারে পাওয়া যাবে।
 A 3 hours * 125.125.125.125 সব সাবডোমেইনই  125.125.125.125. আইপির হোস্টিং এ হোস্ট করা
A 3 hours photos 126.126.126.126 photos.mydomain.tld  সাবডোমেইনটি  126.126.126 আইপির হোস্টে আছে।

এই রেকর্ড কিন্তু আপনাকে আপনার ডোমেইনের উপর নিজস্ব কিছু ক্ষমতা প্রদান করলো। আপনার ডোমেইনটির কোন সাবডোমেইনকে যদি অন্য সারভারে স্থাপন করতে চান। মনে করুন ftp.tutorialbd.com কে আপনি অন্য কোন একটি সারভারে নিয়ে যেতে চাইছেন। তখন একটি A রেকর্ড যোগ করলেই চলছে। আর আপনি সেই সারভারের হোস্ট নেম ftp.tutorialbd.com দিবেন। এভাবে একাধিক সারভারে একই সুতায় গেথে যাচ্ছে। আর এর পরের আলোচনা করবো CNAME নিয়ে যার মাধ্যমে আপনি একটি ওয়েবসাইটকে অন্য নামেও চালিয়ে দিতে পারবেন। 🙂

Leave a Comment