ইন্টেল Core i9 প্রসেসর বাজারে আনার ঘোষণা

গতকাল ইন্টেল করপোরেশন Core i9 প্রেসেসর বাজারে আনার ঘোষণা দেওয়া হলো। এটি আগের i5 এবং i7 এর চেয়ে অনেকগুন শক্তিশালী হবে। ডেক্সটপ কম্পিউটার ব্যবহারকারীরা কম্পিউটার গতির এক ভিন্ন জগতে প্রবেশ করবে।

গেমার এবং ভিডিও প্রস্তুতকারীদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা প্রদান করবে। এর আগে কখনো ১৮ কোরের এবং ৩৬ থ্রেটের প্রসেসর দিয়ে কোন ডেস্কটপ কম্পিউটার চলে নাই। অবশ্য সারভার প্রসেসরগুলোতে অনেকে ১৮ কোন দেখলেও তা ছিল হাতের নাগালের বাইরে।

প্রসেসরের ভিন্নতায় ১০০০ থেকে ২০০০ ডলার দাম হবে। ইন্টেল কোর এক্স প্রেসেসর ইন্টেল X299 চিপসেটের মাদারবোর্ডে চলবে।

Leave a Comment