.htaccess এর মাধ্যমে হট লিংক প্রোটেকশন পর্ব-৫

আপনার ওয়েবসাইটের কোন ছবি অন্য ওয়েবসাইট ব্যবহার করতে পারে। <img src=”http://yourdomain.com/picture.jpg”> এভাবে আপনি যে কোন ওয়েবসাইটের ছবিই ব্যবহার করতে পারেন।এটাকে হট লিংকিং বলে। অনেকে এভাবে নিজের ব্যান্ডউইথ বাঁচায়।

আবার অনেকে অন্য ওয়েবসাইটে কোন ডাউনলোড করার কনটেন্ট নিজের ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত ডাউনলোড করে তা সরবরাহ করে থাকে। এই প্রকৃয়াকে লীচিং বলে।

কিন্তু এটি বন্ধ করা যায়। আপানার ওয়েবসাইটের কোন কনটেন্ট যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে। বা আপনার নির্দিষ্ট করা দেওয়া ওয়েবসাইটগুলোই ব্যবহার করতে পারে তা করতে পারেন।

সি-প্যানেল গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমেও এটি করা যায়। তবে এখানে আমরা .htaccess এর মাধ্যমে প্রিভেনশন দেখাবোঃ

RewriteEngine on
RewriteCond %{HTTP_REFERER} !^$
RewriteCond %{HTTP_REFERER} !^http://(www\.)?yourdomain.com/.*$ [NC]
RewriteRule \.(gif|jpg|css)$ – [F]

এর অর্থ yourdomain.com ছাড়া অন্য কোন ওয়েবসাইট .jpg .gif .css ফাইল ব্যবহার করতে পারবে না।

Leave a Comment