ক্যামেরা ম্যানের কাজ করতে সক্ষম ড্রোন উদ্ভাবন

চলন্ত কোন ব্যক্তির বা বস্তুর ভিডিও ধারন করার ক্ষেত্রে একজন প্রফেশনাল ভিডিওগ্রাফার যে কাজটি করেন সে কাজটি ড্রোন করবে। এরকম প্রযুক্তি উদ্ভাবন করেছেন এমআইটি গবেষক দল।

এই প্রযুক্তিতে কোন ব্যক্তি বা গ্রুপের ভিডিওগ্রাফিক পদ্ধতি সিলেক্ট করে দেওয়া হয় এবং এটি ভিডিও ধারণ করা শুরু করে। ব্যক্তিগণ তাদের মুভমেন্ট পরিবর্তন করলে ড্রোনটি তার অবস্থান পরিবর্তন করে ভিডিও ধারন শুরু করে। গবেষক দল এই প্রোজেক্টের নাম দিয়েছেন- Real-time motion planning for aerial videograph.

ভিডিওতে প্রোজেক্টির কার্যক্রম দেখতে পারেনঃ

Leave a Comment