সার্চ করার পদ্ধতি পাল্টে দিবে কৃত্তিম বুদ্ধিমত্তা

আমরা যেভাবে সার্চ করি তার ধরনই হয়তো পাল্টে যাবে। কৃত্তিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligent যোগ হয়ে নতুন কিছু চলে আসছে। ইতিমধ্যে অনেকদূর এগিয়েও গিয়েছে।

গুগল এসিস্ট্যান্টের মাধ্যমে ভয়েজের মাধ্যমে যে কোন বিষয় সম্পর্কে জানা যাবে। আর আপনার যে কোন এপস খুলে সে কাজও করে দিতে পারছে।

আপনি হয়তো কোন ফুলের দিকে মোবাইলের ক্যামেরা তাক করেছেন। ফুলের নামটি গুগল বলে দিবে। কোন একটি রেস্টুরেন্টের কাছে গিয়ে মোবাইল ফোন ধরলেই এর সব তথ্য ভেসে আসবে। এমন কি কোন ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হতে শুধুই ফোনটি রাউটারের গায়ের বারকোডের দিকে ধরতে হবে।

আপনি আসলে কি চান তা নতুন সার্চইঞ্জিন জানবে। হয়তো টেক্সট বক্সে টাইপ করে করে সার্চ করার প্রথা উঠেই যাবে।

Leave a Comment