এনড্রয়েড গো কি? কেন?

কয়েকদিন আগেই গুগল তার নতুন অপারেটিং সিস্টেম এনড্রয়েড গো এর ঘোষণা দেন। এটি মূলতঃ এন্ড্রয়েড এর পরের অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ও এর হালকা ভার্শন। তুলনামূলক কম র‌্যাম এরং প্রসেসরের মোবাইলগুলোর জন্যইএই অপারেটিং সিস্টেম চালু করা হচ্ছে।

তবে এটি শুধুমাত্র আপারেটিং সিস্টমেমেই সীমাবদ্ধ থাকবে না। এই অপারেটিং সিস্টেম যখন প্লে স্টোর থেকে এপস ডাউনলোড করবে তখনও  হালকা ভার্শনেরটি করবে। ফলে ফোনও শ্লো হবে না।

Leave a Comment