রেডিও হ্যাক করে তথ্য পাঠানো যায়

রেডিও ডিভাইজ নিয়ে যারা কাজ করে তারা দেখতে পাবে বাতাসে অনেক অনেক বেতার তরঙ্গ ভেসে বেড়াচ্ছে। এই তরঙ্গকে কাজে লাগিয়ে তথ্য প্রেরণ করার চেষ্টা করেন কয়েকজন এক ছাত্র। তারা যেকোন জিনিসকেই তাদের এন্টেনা বানিয়ে কম বিদ্যুৎ খরচ করে তথ্য প্রেরণ করতে সক্ষম হন।

বিক্রম ইলেক্টিক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। সে চাইলো খুব কম পরিমান বিদ্যুৎ খরচ করে রেডিও তরঙ্গ প্রেরণ করবে। তারা অল্প দুরত্বে এফএম তরঙ্গের পরিবর্তন সাধন করে তথ্য পাঠাতে পেরেছে। বেশি দুরত্বে পাঠানোর জন্য কাজ চলছে।

এ বেপারে আপনি আগ্রহি হলে চেষ্টা করে দেখতে পারেন।

 

Leave a Comment