বায়ু দুষণ ত্বক দিয়ে প্রবাহিত হয়

কিছু কিছু নেলপলিশে এমন কিছু ক্ষতিকর ক্যামিক্যাল আছে যা ত্বক দিয়ে রক্তে প্রবেশ করতে পারে।

আমাদের অধিকাংশের ধারণা। বায়ু দৃষণ স্বাশ নালী দিয়ে ফুসফুসে প্রবেশ করে এবং রক্তে মিশে। কিন্তু নতুন গবেষণায় জানানো হয় কিছু কিছু ক্যামিক্যাল দ্বারা দুষিত বায়ু সরাসরি ত্বক দিয়ে রক্তে মিশে যাচ্ছে।

আপাততঃ ত্বকের মাধ্যমে কোন কোন ক্যামিকেল বায়ুদুষণ হয় তার উপর গবেষণা করা হচ্ছে। জন কিসেল তার গবেষণা থেকে জানান, কাপড় পড়া অবস্থায় অনেক ক্যামিক্যাল অনুপ্রবেশের মাত্রা কম এবং খোলা অবস্থায় বেশি থাকে।

গবেষকরা ১০০ এর বেশি ক্যামিক্যাল নিয়ে গবেষণা করছেন যার মধ্যে রয়েছে- নেলপলিশ, সানস্ক্রিন, সাবান, শেম্পুর উপাদান।

Leave a Comment