মাছিরা হারিয়ে যায় না কেন?

বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে মাছিরা (ফলের মাছি) হারিয়ে যায় না। তাদের ব্রেনে বিশেষ ধরনের কোষ আছে যা অনেকটা কম্পাসের মতো কাজ করে।

এটাকে অতি সাধারন বেপার মনে হলেও এধরনের ইন্টারনাল ন্যাভিগেশন সিস্টেম অনেক প্রানীরই আছে। এমন কি অন্ধ লোকদেরও ব্রেনের এই ন্যাভিগেশন সিস্টেম বেশ ভাল কাজ করে।

দুই বছর আগে জেনেলিয়ার গবেষকরা জানায় মাছির ৫০টি কোষ একত্রে একটি রিং তৈরী করে যা কম্পেসর মতো কাজ করে। সাইন্স ম্যাগাজিনে তারা তাদের থিউরীটি প্রকাশ করেন।

Leave a Comment