ন্যানো স্ট্রাকচার প্রিন্টার উদ্ভাবন

ন্যানো স্ট্রাকচার প্রিন্টার উদ্ভাবন হয়েছে যার মাধ্যমে অনেক ক্ষুদ্র পরিসরে অনেক বেশি তথ্য রাখতে পারবেন। আমাদের সাধারন লেজার প্রিন্টার সবোর্চ্চ ২০০০০ ডিপিআই আর ইঙ্কজেট প্রিন্টার ৪৫০০ ডিপিআই প্রিন্ট করতে পারে। কিন্তু এই প্রিন্টার ১২৭০০০ ডট/প্রতি ইঞ্চি।

এটি খুবই ক্ষুদ্র ছবি তৈরী করতে পারাটা কিন্তু অনেক ধরনের স্পেশাল কাজে লাগতে পারে। যেমন নিরাপদ ডকুমেন্ট তৈরীতে বহুল ব্যবহৃত হবে বলে আশা করা যাচ্ছে। ক্ষুদ্র পরিসরের হার্ড কপি সংরক্ষনের জন্যও এ প্রিন্টার দারুন কাজ করবে। দির্ঘদিন টিকে থাকার জন্য জার্মেনিয়াম এবং প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে।

প্রিন্টারটি কিভাবে কাজ করে তা ভিডিওটিতে দেখানো হচ্ছেঃ

তথ্যসূত্র sciencemag.org

Leave a Comment