বাইপ্যাড রোবট কম্পিউটার ব্রেনের পরিবর্তে ম্যাকানিক্যাল ডিভাইস ব্যবহার করে


বাইপ্যাড রোবট অনেকটা কুকুরের মতো তবে মানুষের মতো দুই পায়ে হাটার ব্যবস্থা সম্পন্ন রোবট। এটি গ্লাসের উপর এবং সিড়িও বাইতে পারে। ১০ কিলো গতিতে এটি হাটতে পারে। এটির বড় আকারের ভার্শন ৩০ কিলোমিটার/ঘন্টা গতিতে চলতে পারবে।  সিপউ চালিত রোবটগুলোতে বেশি বিদ্যুৎ খরচ হওয়ায় এটিতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু সেন্সর আর সেন্সর ডাটার মাধ্যমে সরাসরি রোবটটি তার গতি নিয়ন্ত্রণ করে।

ভিডিওতে রোবটটি দেখতে পারেনঃ

Leave a Comment