অন্যান্য সার্ভিসের মতোই চীন তাদের নিজেদের উইকি সাইট বানানোর কাজ করে যাচ্ছে। এটিতে আনুমানিক ১০০০ শব্দের ৩ লাখ পোস্ট দিয়ে শুরু হবে।
এটির সম্পাদক ইয়াং মুঝি বলেন, “চায়না এনসাইক্লোপেডিয়া একটি বই না, এটি চায়না সংস্কৃতির গ্রেটওয়াল হবে।”
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০,০০০ লেখক একযোগে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য বিভিন্ন দেশের সরকার মহলই নিজস্ব তথ্যভান্ডার নিয়ে কাজ শুরু করে দিয়েছে। রাজনৈতিক কারন সহ বিভিন্ন কারনে তথ্য বিভ্রাটে পড়ার কারনেই হয়তো এটা শুরু হয়েছে।
ছবি সূত্রঃ hostory.com
খবর সূত্রঃ theverge.com