কো-লোকেশন কি?


আপনার বাড়িতে যেহেতু সব ধরনের সুবিধা দিয়ে একটি সারভার রাখতে পারছেন না। তাই এমন পরিবেশে আপনার কেনা সারভারটি দিয়ে আসুন যেখানে-

হোস্টিং বেসিক
১. ওয়েব হোস্টিং কি?
২. শেয়ার হোস্টিং
৩. ভিপিএস হোস্টিং
৪. ডেডিকেটেড সারভার
৫. রিসেলার হোস্টিং
৬. ম্যানেজড ও আনম্যানেজড
৭. উইনডোজ এবং লিনাক্স হোস্টিং
৮.কো-লোকেশন কি?
৯. স্পেশাল হোস্টিং
ওয়েব হোস্টিং ব্যবসা
১. ওয়েব হোস্টিং ব্যবসা কি?
২. কিভাবে ওয়েব হোস্টিং ব্যবসা করা যায়?
৩. কিভাবে রিসেলার হোস্টিং দিয়ে ব্যবসা শুরু করবেন?
৪. WHMCS কি?
৫. হোস্টিং ব্যবসা সাপোর্ট সম্পর্কিত কিছু কথা
৬. টেকনিক্যাল সমস্যায় করনীয়

  • বিদ্যুৎ সার্বক্ষনিক থাকবে
  • উচ্চগতির ব্যাকআপ লাইনের ইন্টারনেট থাকবে।
  • অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
  • তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে।
  • ভাল নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
  • সার্বক্ষনিক মনিটরং এর ব্যবস্থা থাকবে।

তো এরকম কিছু সার্ভিস আছে যারা মাসিক ভাড়ায় সারভার তাদের কাছে রাখবে। এই পদ্ধতিকে কো-লোকেশন বলে। যারা কো-লোকেশন সার্ভিস প্রদান করে তাদের কো-লোকেশন সার্ভিস প্রভাইডার  বলে। অবস্থানকে কোলোকেশন ডাটা সেন্টার বলে।

অনেক প্রোভাইডার ম্যানেজ সার্ভিসও প্রদান করে থাকে।তারাই পাবলিক আইপি প্রদান করে।

সাধারনত সার্ভারের সাইজ U এর উপর ভিত্তি করে টাকা প্রদান করতে হয়।

Leave a Comment