ডেডিকেটেড সারভার

ডেডিকেটেড সারভার নিজেই একটি কম্পিউটার সিস্টেম। আপনার যতি এই সারভার থাকে তার মানে এটিতে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে  নিজের বাসার কম্পিউটারের মতোই এটিতে সফ্টওয়্যার ইনস্টল করতে, বন্ধ বা রিস্টারর্ট করতে পারবেন।

কারা সাধারনত ডেডিকেটেড সারভার নেয়-

হোস্টিং বেসিক
১. ওয়েব হোস্টিং কি?
২. শেয়ার হোস্টিং
৩. ভিপিএস হোস্টিং
৪. ডেডিকেটেড সারভার
৫. রিসেলার হোস্টিং
৬. ম্যানেজড ও আনম্যানেজড
৭. উইনডোজ এবং লিনাক্স হোস্টিং
৮.কো-লোকেশন কি?
৯. স্পেশাল হোস্টিং
ওয়েব হোস্টিং ব্যবসা
১. ওয়েব হোস্টিং ব্যবসা কি?
২. কিভাবে ওয়েব হোস্টিং ব্যবসা করা যায়?
৩. কিভাবে রিসেলার হোস্টিং দিয়ে ব্যবসা শুরু করবেন?
৪. WHMCS কি?
৫. হোস্টিং ব্যবসা সাপোর্ট সম্পর্কিত কিছু কথা
৬. টেকনিক্যাল সমস্যায় করনীয়

আপনার নিজের যদি অনেক বেশি ভিজিটর থাকে।

এমন কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে যা শেয়ার হোস্টিং এ অনুমোদন নাই।

আপনার ওয়েবসাইট যদি অনেক বেশি নিরাপত্তা দরকার হয়।

ওয়েব হোস্টিং ব্যবসা যারা করে। ডেডিকেটেডকে ভাগ করে বিক্রি যারা করে।

সুবিধা ও অসুবিধাঃ

নিজের সারভার নিজের মতো ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে সারভার বন্ধ রাখতে পারবেন বা রিস্টার্টও করতে পারবেন। সারভারের বায়োসে ঢুকতে পারবেন কোন পোর্ট বন্ধ করতে চাইলে তাও করতে পারবেন।

তবে ডেডিকেটেড সারভার পরিচালনা করতে একটু কঠিন হতে পারে। সেক্ষেত্রে ম্যানেজড সার্ভিস নিতে হবে।

 

Leave a Comment