রিসেলার হোস্টিং

একটি হোস্টিং সারভারে আপনি অনেকগুলো রিসেলার একাউন্ট বানাতে পারবেন যারা আবার ভিন্ন ভিন্ন শেয়ার হোস্টিং একাউন্ট বানাতে পারবে। একটি উন্নত প্রযুক্তির সারভার দিয়ে স্বাধারনতঃ রিসেলার হোস্টিং উপযুগি বানানো হয়।

হোস্টিং বেসিক
১. ওয়েব হোস্টিং কি?
২. শেয়ার হোস্টিং
৩. ভিপিএস হোস্টিং
৪. ডেডিকেটেড সারভার
৫. রিসেলার হোস্টিং
৬. ম্যানেজড ও আনম্যানেজড
৭. উইনডোজ এবং লিনাক্স হোস্টিং
৮.কো-লোকেশন কি?
৯. স্পেশাল হোস্টিং
ওয়েব হোস্টিং ব্যবসা
১. ওয়েব হোস্টিং ব্যবসা কি?
২. কিভাবে ওয়েব হোস্টিং ব্যবসা করা যায়?
৩. কিভাবে রিসেলার হোস্টিং দিয়ে ব্যবসা শুরু করবেন?
৪. WHMCS কি?
৫. হোস্টিং ব্যবসা সাপোর্ট সম্পর্কিত কিছু কথা
৬. টেকনিক্যাল সমস্যায় করনীয়

বর্তমান সময়ে কারো দশ পনেরটা সাইট থাকলে এবং সেই ওয়েবসাইট মালিককে আলাদা আলাদা অনুমোদন দিতে হলে আপনি একটি রিসেলার হোস্টিং নিতে পারেন। যার মাধ্যমে আপনি নিজে বিভিন্ন একাউন্টে প্রবেশ করতে পারবেন এবং তাদেরও প্রবেশ করার আইডি-পাসওয়ার্ড দিতে পারেন।

এজন্য বর্তমান সময়ে রিসেলার হোস্টিং বেশ জনপ্রিয়। ওয়েব ডেভলপার এবং অল্প কিছু কাস্টমার আছে এমনদের শেয়ার হোস্টিং নিতে বলবো।

ডেডিকেটেড সারভার এবং ভিপিএস যাদের রয়েছে তারা এরকম রিসেলার একাউন্ট বানাতে পারে।

Leave a Comment