ভিপিএস

ভিপিএসের বেপারটা হলো এরকম যে, এটি (শেয়ার হোস্টিং এর মতো) একটি সারভারে একাধিক (বা একাধিক ইউজারের) ওয়েবসাইট সংরক্ষন করবে। কিন্তু (ডেডিকেটেড সারভারের মতো) অন্যদিকে আপনার জন্য সিপিইউ, মেমরী আলাদা করে ভাগ করে দেয়া হবে।

হোস্টিং বেসিক
১. ওয়েব হোস্টিং কি?
২. শেয়ার হোস্টিং
৩. ভিপিএস হোস্টিং
৪. ডেডিকেটেড সারভার
৫. রিসেলার হোস্টিং
৬. ম্যানেজড ও আনম্যানেজড
৭. উইনডোজ এবং লিনাক্স হোস্টিং
৮.কো-লোকেশন কি?
৯. স্পেশাল হোস্টিং
ডোমেইন বেসিক
১০. ডোমেইন নেম কি?
১১. ডিএনএস কি?
১২. ডোমেইন হোস্টিং সম্পর্ক কিভাবে তৈরী হয়?
১৩. ডোমেইন কনট্রোল প্যানেল পরিচিতি
১৪. ডোমেইন রিসেলার
১৫. ডোমেইন ট্রান্সফার কিভাবে করা হয়?

vps ফলে ঐ সার্ভারে থাকা অন্য কোন সাইট আপনার জন্য সংরক্ষিত রিসোর্স ব্যবহার করতে পারবে না। আবার একাধিক সারভারেও আপনি ভাগ ভাগ করে সাইটের বিভিন্ন অংশ রাখতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন এটা আপনাকে বাড়তি টাকা খরচ থেকে বাচিয়ে দিবে।

Leave a Comment