আসুন ফ্রি ভিডিও টিউটোরিয়াল দেখে প্রফেশনাল কোর্স করি

আইটিতে/ নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করার জন্য বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স করার প্রয়োজন হয় । যেমন- মাইক্রোসফট এক্সেল, সিসিএনএ , উইন্ডোজ সার্ভার, লিনাক্স, মাইক্রোটিক, র্ভাচুয়ালাইজেশন, সিকিউরিটি ইত্যাদি । এই কোর্স গুলো করার জন্য মোটামুটি ভাল টাকার প্রয়োজন । তাছাড়া ঢাকার বাহিরে এই কোর্সগুলো করার মত ট্রেনিং সেন্টারও খুবেই কম । তাই আমরা প্ল্যান করি এই কোর্সগুলোর বাংলায় ভিডিও টিউটোরিয়াল তৈরি করে অনলাইনে পাবলিশ করে দেই । ফলে সবাই যেকোন স্থান থেকে এই কোর্সগুলো করতে পারবে । তাই আমরা এই র্কোসগুলোর ভিডিও টিউটোরিয়াল তৈরি করে ইউটউিবে পাবলশি করা শুরু করি ।

এছাড়াও প্রোগ্রামিং এর জন্য জাভা টিউটোরিয়াল এবং ওয়েবসাইট ডেভলপ করার জন্য ওয়ার্ডপ্রেস এর টিউটোরিয়ালও রয়েছে । সবচেয়ে মজার বিষয় হলো, সফট স্কীল ডেভলপ করার জন্য আইএলটিএস এর টিউটোরিয়ালও রয়েছে । আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখার জন্য আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে । ইউটিউব চ্যানেলটি লিংক হলো-

https://www.youtube.com/user/titassarker

সবার জন্য শিক্ষা

Leave a Comment