এআরপ্লেন মুড (Air Plane Mode) বা ফ্লাইট মুড (Flight Mode) কি?

এআরপ্লেন মুড/ এরোপ্লেন মুড (Air Plane Mode/ aeroplane mode) বা ফ্লাইট মুড (Flight Mode) নতুনএকটি প্রযুক্তি শব্দ যা দিয়ে সব ধরনের ওয়াইফাই ও ওয়্যারলেস নেটওয়ার্ক বন্ধ করা কে বুঝায়। অথাৎ এই মুডে থাকা অবস্থায় আপনার মোবাইল ফোন ট্যাব বা ল্যাপটপের সব ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে।

সাধারনত প্লেনে থাকা অবস্থায় রেডিও সিগনাল প্রেরণে নিষেধাক্কা থাকে। এরোপ্লেনে প্রযুক্তিগত কারনে বা নিরাপত্তার স্বার্থে সবধরনের কল করা, ওয়াইফাই বা ব্লুটুথ সিগনাল প্রেরণের উপর নিষেদ আরোপ আছে। অবশ্য এখন এই নিয়ম অনেক জায়গায় সিথিলযোগ্যও হয়েছে।

Post in English

Leave a Comment