শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র তথ্য ও ছবি অনলাইনে হালনাগাত

এখন অনলাইনেই জাতীয় পরিচয়পত্রের তথ্য ও ছবি পরিবর্তন করা যাবে। নতুন ভোটার হওয়ার আবেদনও করা যাবে অনালইনে। সরকারী ওয়েবসইট nidw.gov.bd তে যে সব সেবা পাবেনঃ

১. যারা ২০১৩-২০১৪ সালের হালনাগাদে কর্মসূচীর মাধ্যমে ভোটার হিসাবে নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয় পত্র নম্বর পাননি তারা রেজিস্ট্রেশন করে তথ্যগুলো দেখে নিতে পারবেন।

২. নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে। এটি চলমান প্রক্রিয়া। ২০১৫ সালের পহেলা জানুয়ারীতে কারো বয়স ১৮ বছর হলে সে ভোটার হওয়ার আবেদন করতে পারবেন।

৩. পরিচয় পত্রের তথ্য পরিবর্তন করার আবেদন করা যাবে।

ভিডিওটিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেওয়া আছে-

 

ছবি ও তথ্য হালনাগাদের জন্য রেজিস্ট্রেশনঃ

জাতীয় পরিচয়পত্রের ছবি বা তথ্য পরিবর্তনের জন্য প্রথমেই রেজিস্ট্রেশন সম্পাদন করে নিতে হবে।

nidw.gov.bd এ যেতে হবে। বামপাসে NID অনলাইন সর্ভিসে ক্লিক করতে হবে।

 

রেজিস্টারে ক্লিক করি
নিচের ফরমটি পূরণ করতে হবে

 

 

মোবাইলে একটি কোড যাবে। কোডটি প্রবেশ করিয়ে মোবাইল ভেরিফিকেশন করে নিতে হবে।

একটিভ হলে মেসেজ দিবে। এরপর লগইন করে আপনার ছবি ও তথ্য দেখে নিতে পারবেন।

 

Leave a Comment