ফ্রীল্যান্সিং শিখে ঘরে বসে ডলারে আয় করুন।

বর্তমান সময়ে ফ্রীলান্সিং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক চালিকা শক্তির সবচেয়ে গুরুপ্তপূর্ণ মাধ্যম। বিশেষ করে যুব সমাজের কাছে যারা পড়াশুনার পাশাপাশি নিজের খুটিনাটী খরচটা চালাতে চান। অনেক সময় দেখা যায় যে এই পেশায় তারা এমনভাবে জড়িয়ে পড়েন, যা কিনা তাদের ভবিষ্যতের আয় উন্নতির স্থায়ী পথ হয়ে যায়।

আমরা অনেকে আউটসোর্সিং ও ফ্রীলান্সিং শব্দ দুটি একই জিনিস ভাবি কিন্তু অর্থগত দিক থেকে এদের পার্থক্য আছে। আউটসোর্সিং মানে বাহিরের মাধ্যম থেকে কোন কাজ বা তথ্য নিজের কাছে নিয়ে আসা বা নিজের কাজ বা তথ্য অন্যের কাছে পাঠিয়ে দেয়া। এক্ষেত্রে শুধু ফ্রীলান্সিংকে একক ভাবে আউটসোর্সিং বলা যাবে না। যেকোনো বিষয় এর সঙ্গে যুক্ত হতে পারে। এক্ষেত্রে স্থানীয়/নিজ দেশের কাজকে কিন্তু আউটসোসিং বলা চলে না।

আর ফ্রীলান্সিং বলতে আমরা বুঝি  মুক্ত বা স্বাধীনভাবে কাজ করাকে বুঝায়। এক্ষেত্রে বলা চলে ফ্রীলান্সাররা কিন্তু কারো কাছে আবদ্ধ নয়, এবং কখনো হতেও পারে না। ফ্রীলান্সাররা দেশ বিদেশের সকলের সাথে কাজ করে সম্পূর্ণ নিজের স্বাধীনতায়। কেউ তাকে কাজে বিঘ্নিত করতে পারে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে কেউ যদি নিজের চেষ্টায় না করে অন্য কোন ফ্রীলান্স দল/গ্রুপ আর আওতায় থেকে কাজ করে তবে তাকে মুক্ত বা স্বাধীন ফ্রীলান্সার বলা যাবে না। এক্ষেত্রে বলে রাখা ভাল, ফ্রীলান্সিং কি সম্পূর্ণ ফ্রি নিবন্ধন এর আওতায় পড়ে এবং বায়ারের কাজ গুলো ফ্রীলান্সিং কোম্পানি থেকে নিতে নগণ্য পরিমাণ অর্থ প্রদান করতে হয়ে।

দেখুন আপনি কাজ জানেন আপনার কাছে কাজ আসবে এটা কিন্তু ঠিক। তবে, আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে কি কেউ আপনাকে জানবে? আপনাকে কাজ দিবে? টাকা আয় করতে চাইলে আপনাকে আপনার কোয়ালিটি জানাতে হবে। প্রমাণ করতে হবে যে, আপনি কাজের জন্য উপযুক্ত! আর এভাবে না চলতে পারলে শুধু টাকার পিছনে ছুটাই হবে, ফ্রীলান্সিং করে টাকা কামানোর ইচ্ছা কোনদিন পূরণ হবে না। এই বিষয়টিতে সবচেয়ে বেশি অমনোযোগী নতুনরা। অনেকেই প্রশ্ন করে বসেন, “ভাই সব চেয়ে সহজ কাজ কোনটি? যেটাতে তেমন কিছু শিখতে হবে না”। এমন কথা যারা বলেন তাঁদের জন্য ফ্রীলান্সিং না! কারণ, আপনি যদি সাধারণ মানের লিখালিখির কাজ করেও আয় করতে চান তবে আপনাকে জানতে হবে, কিভাবে লিখলে আপনাকে বায়ার কাজ দিবে বা লিখায় কতটা সৌন্দর্য দিতে পারলে বায়ার আপনাকে বেঁছে নিবে সবার মাঝে থেকে! অনেকে বলেন, ভাই আমি গ্রাফিক্স বা ওয়েব সাইট ডিজাইন শিখতে চাই কিন্তু কোথায় শিখবো, কার কাছে শিখবো জানি না। তাঁদের জন্য বলি, সৃষ্টিকর্তা তো আপনাকে অন্ধ করে পাঠান নাই, তাই না? আপনিতো অন্তত ইন্টারনেট চালাতে পারেন। তাহলে গুগল করুক না আপনি যে বিষয়টি খুঁজছেন। যদি ওয়েব ডিজাইন ট্রেনিং সেন্টার খুঁজেন তাহলে কীওয়ার্ড লিখুন  web design training center  । আমি ১০০% ভাগ নিশ্চিত আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে যাবেন।

আপনি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

Leave a Comment