ফেসবুকে আপনার ফ্রেন্ডের লোকেশন জানুন

আজ আমি আপনাদের দেখাব কিভাবে জানবেন কোথা থেকে ফেসবুক চালাচ্ছে আপনার ফেসবুক ফ্রেন্ড। আবার কেউ ফেক আইডি থেকে আপনাকে বিরক্ত করলেও লোকেশন বা আইপি এড্রেস ট্র্যাক করে তার ঠিকানা জানতে পারেন । কিন্তু সমস্যাটা হলো এ পদ্ধতিতে সবসময় সঠিক ঠিকানা নাও পাওয়া যেতে পারে।    আমি শুধু এ পদ্ধতিটা  আপনাদের দেখাচ্ছি। আমি আশা করি, আপনি  আশানুরূপ ফল না পেলে দয়া করে আমাকে ক্ষমা করবেন। আইপি ও লোকেশন ট্র্যাকিং এর আরো অন্যান্য কার্যকরী ট্রিক পরে ইনশা আল্লাহ শেয়ার করব।এ বিষয়ে আগে কেউ লিখে থাকলে অবশ্যই তাকে আমি ক্রেডিট দিচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি।

আজ যে পদ্ধতি আমি শেয়ার করতে যাচ্ছি তার জন্য প্রথমে আপনার একটি ফেক আইডি তৈরী করে নিতে হবে। এরপর যার লোকেশন ট্র্যাক করতে চান তাকে  মেসেজ পাঠাবেন। তার রিপ্লাই এর অপেক্ষা করুন। সে রিপ্লাই দেওয়ার পরই আপনার উইনডোস এর Command Prompt অন করুন। Run এ গিয়ে cmd লিখে OK press করুন। দেখুন Command Prompt এসেছে। এবার Command Prompt এ টাইপ করুন netstat -a এবং Enter চাপুন। আপনি যদি মেসেজিং এর ক্ষেত্রে পিসি তে ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন,তবে netstan -nbt লিখে ইন্টার প্রেস করুন। দেখুন,এখানে আপনার কম্পিউটারের সব আইপি এড্রেস এবং সব রিসিভ করা আইপি এড্রেস দেখাবে।আপনার নেটওয়ার্কের আইপি এড্রেস আগে চেক করে নিন।  www.checkmyip.com  এখান থেকে এবার কমান্ড প্রম্পটের আপনার আইপি ছাড়া অন্য যে আইপি এড্রেস দেখবেন, সেটিই রিসিভড, অর্থাৎ সেই ফেসবুক ইউজারের আইপি এড্রেস!

এবার আসা যাক যে সেই আইপি এড্রেস্টা কোন এরিয়ার তা কীভাবে বুঝবেন। www.whatmyipaddress.com  ক্লিক করে Location Finder সিলেক্ট করে IP Address টি দিন আর ম্যাপ সহ দেখুন লোকেশন! এ পদ্ধতিটাতে কিছুটা সময় লাগে ঠিকই,তবে চাইলে চেষ্ঠা করে দেখতে পারেন।আবারো বলছি,এ পদ্ধতি সবসময় কাজ নাও করতে পারে। আর কোন ভুল হলে দয়া করে ক্ষমা করবেন,এবং আমার কোন ভুল হলে বা এ পদ্ধতিতে কোন সমস্যা হলে তা কমেন্টস করে  জানাবেন।

ধন্যবাদ।আজ এটুকুই।সবাই ভালো থাকবেন।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন।

Leave a Comment