এন্ড্রয়েডে ফাইল আদান-প্রদান করুন Share It এর চেয়ে তিনগুন বেশি স্পিডে

এক স্মার্টফোন থেকে আরেকটিতে ফাইল
আদান-প্রদানে ব্লটুথের ব্যবহারই এখন পর্যন্ত
বেশি হয়ে থাকে। তবে ফাইলের আকার বড়
হলে এতে ঝামেলা হয়। এ জন্য অনেক সময়ের
প্রয়োজনও হয়। এ সমস্যার সমাধান করতে
একটি অ্যাপ বানিয়েছেন ডেভেলপাররা।

ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে চমৎকার একটি
অ্যাপ্লিকেশন ছিল ‘শেয়ারইট’। তবে এটির
নতুন সংস্করণে অনেক সময় ফাইল আদান-
প্রদানে সমস্যা হয়। অন্য একটি ডিভাইসের
সঙ্গে যুক্ত হতে সময় বেশি নেয়।

সম্প্রতি এর বিকল্প আরেকটি অ্যাপ তৈরি
করা হয়েছে। এটির নাম ‘আসুস শেয়ার লিংক’।
এটি ব্যবহার করে শেয়ারইটের মতই সব কাজ
অনায়াসে করা যাবে।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো

১. অ্যাপটি ব্যবহার করে খুব দ্রুত যে কোনো
ফাইল স্মার্টফোনে শেয়ার করা যায়। এটি
ব্লটুথ থেকে ৪০ গুণ দ্রুত গতিকে কাজ করে
থাকে।

২. প্রয়োজনে একই সঙ্গে একাধিক ব্যক্তিকে
ফাইল শেয়ার করাও সম্ভব। এটির সাহায্যে
একত্রে পাঁচ জনকে ফাইল শেয়ার করা যাবে।

৩. নির্দিষ্ট দুরত্বের মধ্যে অ্যাপটি ইন্সটল
করা আছে এমন ডিভাইস অনায়াসে নিজেই
স্ক্যান করে খুঁজে বের করবে।

৪. অ্যাপটিতে রয়েছে ছবি, মুভি, মিউজিক ও
অন্যান্য আলাদা আলাদাভাবে আদান-
প্রদানের ব্যবস্থা।

৫. সম্পূর্ণ অফলাইনে কাজ করবে এটি। তাই
একবার ডাউনলোড করা হলে আর ইন্টারনেট
সংযোগ লাগবে না।

এ ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটি
বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা
যাবে।

কোন সমস্যা থাকলে আমি ফেসবুকে

My Website Link Please Visit Now:

Unlimited Free Internet Update Here…..
Hacking Bangla Tutorials Update Here….

Leave a Comment