জনপ্রিয়ও ৩টি ভি.পি.এন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আজ আমি আপনাদের সবার সাথে এমন কিছু অ্যাপস পরিচয় করিয়ে দিব যা আপনাদের খুব ভাল লাগতে বাধ্য করবে।

আজকে আমি আপনাদের পার্সোনাল ইন্টারনেট ভিপিএন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনেরর সাথে পরিচয় করিয়ে দেব।যা ব্যাবহার করে আপনি আপনার ইচ্ছা মত যে কোন দেশের আইপি নিয়ে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। বিশেষ করে আমরা যারা মোবাইল ইন্টারনেট ইউজাররা চিন্তিত থাকি যখন আমরা কোন ওয়াইফাই নেটওয়ার্ক থেকে ব্যাবহার করি। অনেক সময় আমাদের পার্সোনাল ডাটা চুরি হবার সম্ভবনা থেকে থাকে। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা ভিপিএন ব্যাবহার করি। ভিপিএন ব্যাবহার করার কারনে আমরা যে কোন দেশের আইপি চ্যাঞ্জ করে সেই দেশের ওয়েবসাইট ব্যাবহার করতে পারি। আসুন দেখে নেয়া যাক জনপ্রিয় ৫ টি ভিপিএন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনেরর নাম। যা ব্যাবহার করে নিজের লোকেশন ভিত্তিক ওয়েবসাইট ও নিজের ব্রাঊজ করার তথ্য লুকিয়ে রাখতে পারি। এখন আমি আপনাদের ৩ টি ভিপিএন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব যা আপনাদের কাজে লাগতে পারে।

১। SuperVPN Free VPN Client

FlashVPN Free VPN Proxyআমাদের পার্সোনাল ডাটা চুরি হবার হাত থেকে বাচাতে আমরা যে ভিপিএন ব্যাবহার করি তাদের মধ্যে একটি জনপ্রিয় ভিপিএন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হল সুপারভিপিএন ফ্রী ভিপিএন ক্লাইন্ট। আই ভিপিএন একেবারে ফ্রী ভিপিএন না । তবে আপনি এটা প্রাথমিক ভাবে এটা ফ্রীতে ব্যাবহার করতে পারবেন ২০ দিনের ট্রায়েল হিসাবে।

এই অ্যাপ্লিকেশনর ফিউচার গুলো দেয়া হল।

*VPN সংযোগ করার জন্য ওয়ান ক্লিকই যতেস্টো।

*আনলিমিটেড ব্যান্ডউইথ সাথে সীমাহীন বিনামূল্যে ট্রায়াল সময়

* কোন রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই কোন সেটিংস প্রয়োজন নেই

*নেই কোন গতির সীমাবদ্ধতা

*কোন রুট এক্সেস প্রয়োজন নেই

* শীর্ষ সার্ভারের সাথে গতি ও নির্ভরযোগ্যতা

এই ভিপিএন ব্যাবহার করতে চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন।

২। Unlimited Free VPN – betternet

SuperVPN Free VPN Client 1কোন বিজ্ঞাপন ঝামেলা বা কোন সীমাবদ্ধতা ছাড়াই ইন্টারনেট সংযোগ স্থাপন করতে সবচেয়ে সহজ উপায় হল ভিপিএন ব্যাবহার। আর এ রকম একটি জনপ্রিয় ভিপিএন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হল আনলিমিটেড ফ্রি ভিপিএন betternet। ওয়াইফাই নিরাপত্তা ও ওয়েবসাইটের গোপনীয়তা রক্ষা করতে আনলিমিটেড ফ্রি ভিপিএন betternet ভিপিএন কোন বিকল্প নেই।

এই অ্যাপ্লিকেশনের ফিউচার গুলোর বৈশিষ্ট্য দেয়া হল:
*সম্পূর্ণ বিনামূল্যে VPN সেবা প্রদান।
*কোন ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই।
*কোন রেজিস্ট্রেশন বা লগিং প্রয়োজন হয় না।
*কোন বিজ্ঞাপন অ্যাপ্লিকেশন ঝামেলা নেই।
*সহজ ইন্টারফেসে সংযোগ স্থাপন করা যাই।

এই ভিপিএন ব্যাবহার করতে চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন।

৩। FlashVPN Free VPN Proxy

Unlimited Free VPN - betternetআরেকটি জনপ্রিয় ভিপিএন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হল Flash   ভিপিএন ফ্রি ভিপিএন প্রক্সি। যে
ভিপিএন ব্যাবহার করে প্রক্সি সেবা গ্রহণ করা যাই। এই ভিপিএন এ আছে প্রিমিয়াম ব্যান্ডউইথ এবং কোন সংযোগ সীমাবদ্ধতা নেই।

এই অ্যাপ্লিকেশনের ফিউচার গুলোর বৈশিষ্ট্য দেয়া হল:

* দ্রুততম VPN সার্ভারে সংযোগ করতে পারবেন।
* VPN সার্ভার মাল্টি অবস্থানের উপর স্থাপন করা হয়

*কোন সংযোগ সীমাবদ্ধতা নেই।
*নিরাপদ VPN এনক্রিপশন দ্বারা আপনার গোপনীয়তা রক্ষা করে

*.কোন সিস্টেম রুট প্রয়োজন নেই।

এই ভিপিএন ব্যাবহার করতে চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন

আজ আর নয়! সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি। আশা রাখি আগামী দিনে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হতে পারব।

Leave a Comment