৫ টি ফাইল ম্যানেজার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আজ আমি আপনাদের সবার সাথে এমন কিছু অ্যাপস পরিচয় করিয়ে দিব যা আপনাদের খুব ভাল লাগতে বাধ্য করবে।

আজকে আমি আপনাদের এমন কিছু জনপ্রিয় ফাইল ম্যানেজার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব যা আপনাদের খুব ভাল লাগবে। প্রতিটি অপারেটিং সিস্টেম এর সাথেই ফাইল ম্যানেজার থাকে। তবে আপনি যখন অ্যান্ড্রয়েড এর কথায় আসবেন তখন মাঝে মাঝে মনে হবে ডিফল্ট ফাইল ম্যানেজার টি হয়তো আমার জন্যে ইনাফ না। কারন আমরা অনেকে অনেক কিছু করে থাকি এবং তার জন্যে ফাইল ম্যানেজার এর অবদান অনেক বেশি। তবে ফাইল ম্যানেজার নিয়েও একটু কথা আছে। কারন ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন গুলা প্রিমিয়ামের পাশাপাশি ফ্রীও আছে। তবে আজকে আমি ফ্রী ফাইল ম্যানেজার গুলার সাথে পরিচয় করিয়ে দিবো। চলুন দেখেনেয়া যাক এরকম কিছু এন্ড্রয়েড ফাইল ম্যানেজার অ্যাপ। যা আপনাকে আপনার স্মাটফোন ডিভাইস সঠিক ভাবে ব্যাবহার করতে সাহাঝ্য করবে।

১। ES File Manager

1ফাইল ম্যানেজার আপসের মধ্যে যে আপসটি অনেক দিন ধরে শীর্ষে অবস্থান করছে তাদের মধ্যে ই এস ফাইল ম্যানেজার অন্যতম। এই অ্যাপ টি আছে টাস্ক কিলার,রুট সাপোর্ট থেকে শুরু করে সব ধরনের সুবিধা যা আপনি একসাথে পাবেন। ই এস ফাইল ম্যানেজার একটি ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বিশের প্রায় ২০০ মিলিয়ন এর ও বেশি এই অ্যাপ টির ইউজার আছে এখন। ES ফাইল এক্সপ্লোরার একটি মুক্ত, সম্পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত একটা অ্যাপ্লিকেশন ফাইল ম্যানেজার।
যে ফাইল ম্যানেজার ডাউনলোড ম্যানেজার, ড্রপবক্স, Google ড্রাইভ, SkyDrive, Box.net, SugarSync, ইয়ানডেক্স, এবং উবুন্টু ওয়ান সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আপস। এটা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস এবং আপনার কম্পিউটারের উভয় ছবি, মিউজিক, ভিডিও, ডকুমেন্ট, এবং অন্যান্য ফাইল শেয়ার করা যাই।
ই এস ফাইল এক্সপ্লোরার 3.0 ফাইল বর্তমানে 30 + ভাষা সমর্থন করে।

আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন এই ফাইল ম্যানেজার টি

২। File Manager (Explorer)

2ফাইল ম্যানেজার আপসের মধ্যে আরেকটি আপস হল ফাইল ম্যানেজার এক্সপ্লোরার। এটা একটি UI ‘নকশাকারি ফাংশন যা অ্যান্ড্রয়েড জন্য একটি সম্পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত ফাইল পরিচালন ব্যবস্থা। এটা স্মাটফোন এবং ট্যাবলেট ডিভাইসের জন্য অপ্টিমাইজ করা হয়।

এতে অনেকগুল বৈশিষ্ট্যতা নিম্নে দেয়া হলঃ-

* 150 + বিভিন্ন ধরনের ফাইল, টুলবার এবং মেনু আইটেম যা ২৮ টি ভাষার জন্য ব্যাবহার যোগ্য।
* ফাইল কাট ও কপি পেস্ট করার সুবিধা।
* ফাইল এক্সপ্লোরার জন্য তালিকা এবং গ্রিড ভিউ
* অনুসন্ধান এবং ভাগ ফাইল
* একাধিক নির্বাচন এবং বাছাই সমর্থন
* একাধিক রেজল্যুশন সমর্থন
*ফটো, ছবি এবং apk ফাইলের জন্য থাম্বনেল ব্যবস্তা
* অ্যান্ড্রয়েড এর ডিজাইন নির্দেশিকা অনুসরণ করে.
* স্থানীয় এবং দূরবর্তী (ল্যান / সাম্বা) শেয়ার ফাইল-সিস্টেম সমর্থন
* এফটিপি, FTPS, SFTP এবং WebDAV সমর্থন করে।

* ড্রপবক্স, বক্স, Google ড্রাইভ, SkyDrive, SugarSync, ইয়ানডেক্স ডিস্ক এবং উবুন্টু ওয়ান সমর্থন করে।
* এই আপসটি সম্পূর্ণ ভাবে Nexus5, Xoom, Nexus7 এবং Nexus10 উপর পরীক্ষত

*বিশ্বের ২৮ টি দেশের ভাষা সমর্থন করে।

আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন এই ফাইল ম্যানেজার টি

৩। Well FileManager

3ব্রাউজিং করা এবং আপনার ছবি, মিউজিক, ভিডিও ফাইল সংগঠিত করে রাখার জন্য আরেকটি সুন্দর ফাইল ম্যানেজার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হল Well FileManager। এই আপসটিতে আছে অনেকগুলা ফিচার। যা আপনি ফ্রীতে পেতে পারেন।

এতে অনেকগুল বৈশিষ্ট্যতা নিম্নে দেয়া হলঃ-

* একাধিক রেজল্যুশন সমর্থন
* ফাইল ব্রাউজিংযের জন্য কাট কপিপেস্ট ব্যাবহার যোগ্য
* ফাইল ব্রাউজিংযের জন্য তালিকা এবং গ্রিড ভিউ
* ফাইল অনুসন্ধান এবং ভাগ করার ব্যবস্তা
* ফটো, ভিডিও, সঙ্গীত এবং apk ফাইল জন্য থাম্বনেল ব্যাবহার
মজার ব্যাপার হল এই অ্যাপ টি ফ্রি এবং এন্ড্রয়েড এর অনেক নিম্ন ভার্শন থেকে শুরু করে আপডেইটেড ভার্শন পর্যন্ত ইউজ করতে পারবেন।

আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন এই ফাইল ম্যানেজার টি

৪। File Explorer

4সুন্দর আরেকটি ফাইল ম্যানেজার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হল File Explorer। ফাইল এক্সপ্লোরার সংস্করণ 4.0 এর নতুন ডিজাইন UI এখন ফ্রীতে পাওয়া যাচ্ছে। ফাইল এক্সপ্লোরার মাধ্যেমে সহজেই আপনার ফোন বা ট্যাবলেটে root- ক্ষমতা সমস্ত বিষয়বস্তু পরিচালনা করার জন্য ডিজাইন করা। ফাইল এক্সপ্লোরার প্লেতে প্রধান মডিউল আপনার ফোন / ট্যাবলেটে কাজ করার জন্য সব বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে তা দেয়া হলঃ-

ফাইল এক্সপ্লোরারতে মিডিয়া ব্যবস্থাপনা, নেটওয়ার্ক (এফটিপি, SFTP, সাহায্যে SMB) এবং (ড্রপবক্স, Google ড্রাইভ, SkyDrive, বক্স, SugarSync,). এর উপর বিনামূল্যের একটি অ্যাপ্লিকেশন।

আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন এই ফাইল ম্যানেজার টি

৫। X-plore File Manager

5নতুন ভার্সনের আরেকটি সুন্দর ফাইল ম্যানেজার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হল X-plore File Manager।

এতে অনেকগুল বৈশিষ্ট্যতা নিম্নে দেয়া হলঃ-

ডুয়েল প্যান ট্রি ভিউ

রুট, এফটিপি, সাহায্যে SMB SQLite, পিকাসা, জিপ, RAR, 7zip এক্সপ্লোরার

Google ড্রাইভ ™, ড্রপবক্স, Box.net, Mega.co.nz ,OneDrive, অম্রো, Yandex.Disk, SugarSync, ডাম্প, Copy.com

পূর্ববর্তী / পরবর্তী ছবি জুম এবং স্লাইডের সঙ্গে দ্রুত ইমেজ ভিউয়ার

Picasa ওয়েব অ্যালবাম

SQLite ডাটাবেস ভিউয়ার

ওয়াইফাই ফাইল শেয়ারিং
আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন এই ফাইল ম্যানেজার টি

আজ আর নয়! সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি। আশা রাখি আগামী দিনে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হতে পারব।

 

Leave a Comment