এনিমেশন তৈরি করি (Macromedia Fireworks টিউটোরিয়াল)।

GIF এনিমেশন তৈরিতে ব্যবহৃত একটি অসাধারন সফটওয়্যার Macromedia Fireworks । এর মাধ্যমে খুব সহজে ওয়েবসাইটে ব্যবহার উপযোগী এনিমেশন তৈরি করা যায়। আজ আমরা Macromedia Fireworks ব্যাবহার করে নিচের এনিমেশনটি তৈরি করব।

tutorialbd

প্রথমে Macromedia Fireworks ওপেন করে 250 pixels by 250 pixels এর একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে হবে। ব্যকগ্রাউন্ড কালার বা canvas color custom সিলেক্ট করে #000000 বা কাল কালার নির্বাচন করতে হবে।

tutorialbd2

এখন Tool bar থেকে  text tool  বা A চিন্হিত tool টি সিলেক্ট করে যে লেখাটি এনিমেশন করতে হবে তা লেখতে হবে। আমি এখানে WELCOME TO TUTORIALBD.COM লেখাটিকে এনিমেশন করার জন্য নিয়েছি। এর পরিবর্তে যে কোন লেখা নেয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে লেখাটি যেন কাল ব্যকগ্রাউন্ডের ঠিক মাঝখানে থাকে। আমি Text size 25 pixels নিয়েছি, ইচ্ছা অনুযায়ী নেয়া যাবে। Text color হিসেবে আমি #FF0066 বা পিংক কালার এবং Text font হিসেবে Aharoni নিয়েছি  এক্ষেত্রেও যে কোন সুন্দর font ও আকর্ষনীয় color নির্বাচন করা যেতে পারে।

 tutorialbd1

এখন যে লেখাটিকে এনিমেশন করতে হবে সে লেখাটি সিলেক্ট করে Modify মেনুতে ক্লিক করে Animation সিলেক্ট করে Animate slection এ ক্লিক করলে Animate slection উইন্ডো আসবে।

 tutorialbd1

Animate slection উইন্ডো থেকে Frames – 30 , Move – 0 , Direction – 0 ,  Scale to – 100 , Opacity –  0 to 100 , Rotate – 360 , এবং CW সিলেক্ট করে Ok বাটন চাপ দিলে এনিমেশনটি তৈরি হয়ে যাবে।এখন Play/stop বাটনে চাপ দিয়ে এনিমেশনটি দেখা যাবে। Animated ZIF হিসেবে এনিমেশনটির Output file তৈরির জন্য File মেনুতে ক্লিক করে Save as এ ক্লিক করতে হবে। এর পর উপযুক্ত File name দিয়ে  Save as type হিসেবে  Animated ZIF সিলেক্ট করে Save বাটনে চাপ দিলে Output ফাইলটি তৈরি হবে। যা আমাদের ওয়েব সাইটে ব্যবহার করে ওয়েব সাইটকে সমৃদ্ধ করতে পারি। এভাবে তৈরি এনিমেশনকে আমরা বাটন হিসেবেও ব্যবহার করতে পারি।

শেষে দুটি কথা: এই টিউটোরিয়ালটি যদি একজন ব্যক্তিরও কাজে লেগে থাকে তাহলে আমার চেস্টা সফল হবে। টিউটোরিয়ালটির ব্যপারে সকলের মতামতের প্রত্যাশায় রইলাম। সকলের মতামত আরও ভাল মানের টিউটোরিয়াল তৈরিতে প্রেড়না যোগাবে।

আমার অন্য লেখাগুলো :

১. জটিল হল অতি সহজের সুসজ্জিত মহা সমাবেশ। 

২. সবার জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স, একটি ডিজিটাল পৃথিবীর সন্ধানে (পর্ব:১)

৩.সবার জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স, একটি ডিজিটাল পৃথিবীর সন্ধানে (পর্ব:২) 

৪.সহজে তৈরি করুন ইন্টেলিজেন্ট কারেন্ট টেস্টার, একটি আকর্ষনীয় সার্কিট।

৫. লেখাপড়ার অলংকার

Digital electronics ,Technology , Mechatronics , PLC ,Microcontroller , Automation , Electronics সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন  http://www.martin.cathweld.com/ একটি ডিজিটাল পৃথিবীর সন্ধানে পথ চলতে আপনিও অংশ নিন।

12 thoughts on “এনিমেশন তৈরি করি (Macromedia Fireworks টিউটোরিয়াল)।”

  1. কয়েকদিন আগে এটা খুজছিলাম, জিআইএফে ১২৫*১২৫ পিক্সেল বিজ্ঞাপন বানানোর জন্য। পেয়ে ভালই হলো । অসিম ভাই, আপনি কি টিউটরিয়ালবিডির একটি ১২৫*১২৫ পিক্সেল বিজ্ঞাপন (১০-১৫ কেবির মধ্যে) বানিয়ে দিতে পারবেন? আর একটা কথা- আপনাকে ইলেক্ট্রনিক্স বিভাগ প্রধান করতে চাই, মতামত দিবেন প্লিজ।

    1. @টিউটো,টিউটোভাই বিজ্ঞাপনটি চেস্টা করে দেখতে পারি।আর আমাকে বিভাগ প্রধান করার যে সিদ্ধান্তটা নিয়েছেন সে সম্পর্কে বলছি,আমি আসলে স্বাধীনচেতা একজন মানুষ। আর আপনি যে চিন্তা থেকে বা যে ধারনা থেকে টিউটোরিয়ালবিডি সৃষ্টি করেছেন তার সাথে আমারও চিন্তা বা ধারনা মিলে যায়,আর এজন্যই টিউটোরিয়ালবিডিকে আমার ভাল লাগে। আমাকে যে দায়িত্বটা অর্পন করতে চাইছেন তা যদি আমার মুক্ত চিন্তার পথে বাধা হয়ে না দাড়ায় তাহলে আমার কোন আপত্তি থাকবে না। আপনি আমাকে কার্যক্রম সমূহ,সীমাবদ্ধতা, সুবিধা, অসুবিধা, বিধিনিষেধ ইত্যাদি বিষয় জানিয়ে মেইল করুন। আমার মেইল ঠিকানা ashimkumar50@yahoo.com

      ধন্যবাদ।

    1. @টিউটো,টিউটো ভাই ধন্যবাদ। খুজতে খুজতে spam এর মধ্যে মেইলটা পেলাম। আপনাকে ফিরতি মেইল পাঠালাম।

  2. টিউটো ভাই,

    যেহেতু আপনার আর আমার উদ্দেশ্য এক সেহেতু আমার দিক থেকেও কোন বাধা নেই। টিউটো ভাই তবে আপনার সম্পর্কে আমার এখনও তেমন কিছু জানা সম্ভব হয় নি, আপনার আপত্তি না থাকলে আমাকে জানাবেন। একসাথে পথ চলতে সুবিধা হবে। টিউটোরিয়ালবিডি সম্পর্কে ভবিষ্যত পরিকল্পনা আমাকে বিস্তারিত ভাবে লিখবেন। আমাকে yahoo বা gmail এর একটা address দিন।

    ধন্যবাদ।

  3. Pingback: বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » ইলেকট্রনিক্স টিউটো

  4. অসীম ভাই- আপনাকে এই ধরনের পোষ্ট করার জন্য ধন্যবাদ। দয়াকরে Macromedia Fireworks এর কীওয়ার্ডসহ ডাউনলোড লিংক কী দিবেন। আমার ইয়াহু ও গুগল আই.ডি নিচে দেওয়া হল। দয়া করে মেইলে সংযুক্ত করে দিলে চিরকৃতজ্ঞ থাকিব।
    kflbd@yahoo.com
    kafil.erp@gmail.com

  5. Wow, amazing blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your website is wonderful, as well as the content!. Thanks For Your article about এনিমেশন তৈরি করি (Macromedia Fireworks টিউটোরিয়াল)। | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment