“স্বাস্থ্য কণিকা” অতি প্রয়োজনীয় একটি এনড্রয়েড অ্যাপস।

দিন দিন আমাদের স্বাস্থ্য সমস্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য বিষয়ক জ্ঞান সীমিত হওয়ায় আমরা প্রায়ই বুঝতে পারিনা অসুস্থতার লক্ষণ দেখা দিলে কি করতে হবে। স্বাস্থ্য বিষয়ক জ্ঞান আহরণ এবং প্রয়োজনে ব্যবহার করার জন্য অ্যাপসটি নিজের সংগ্রহে রাখুন এবং অন্যের জন্য শেয়ার করুন।

1.png

অ্যাপসটিতে রয়েছে-
(১) মায়ের স্বাস্থ্যসেবা
(২) শিশুর স্বাস্থ্যসেবা
(৩) প্রবীণদের স্বাস্থ্য
(৪) পরিবার পরিকল্পনা
(৫) নাক, কান ও গলা
(৬) চোখ
(৭) ফুসফুস ও শ্বাসনালী
(৮) হৃদপিন্ড ও রক্তনালী
(৯) স্বাস্থ্য বিষয়ক সচেতনা
(১০) মোবাইলে স্বাস্থ্যসেবা মেনুর অধীনে শারিরীক সমস্যা সমাধানের জন্য টিপস।

2.png

রোগের কারণ, লক্ষণ, প্রতিকারের জন্য করণীয়, অসুস্থ হলে কি করবেন, কোথায় যাবেন, কিভাবে চিকিৎসা শুরু করবেন, কোখায় সেবা পাবেন এবং জরুরী মুহূর্তে মোবালে স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য বাংলাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোবাইল
নম্বর নম্বর।

bbb.png

জরুরী মূহুর্তে সেবা পেতে অ্যাপসটি সংগ্রহে রাখুন।

.star.Click Here To Download

যেকোনো প্রয়োজনে ফেইসবুকে আমি আছি।

 

সময় পেলে আামার বাংলা ব্লগ সাইট থেকে ঘুরে আসবেন ধন্যবাদ । bdtuner.com (বিডিটিউনার.কম)

Leave a Comment