শিশুদের গল্প শুনা ও বলার ৫ টি বিস্ময়কর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আজ আমি আপনাদের সবার সাথে এমন কিছু অ্যাপস পরিচয় করিয়ে দিব যা আপনাদের খুব ভাল লাগতে বাধ্য করবে।

বর্তমান আমরা তথ্য প্রযুক্তিকে বিনোদনের মাধ্যম হিসাবে ব্যবহার করি। তথ্য প্রযুক্তির যুগে বিনোদনের ক্ষেত্রে শিশুরা ও কিন্তু পিছিয়ে নেই। শিশুদের বিনোদনের অন্যতম মাধ্যম হল- মজার মজার সব গল্প শোনা ও বলা। শিশুদের বিনোদনের কথা বিবেচনা করে তাদের জন্য নিত্য নতুন সব অ্যাপস তৈরি হচ্ছে । এই অ্যাপসসের মাধ্যমে শুনা যাবে ভয়ঙ্কর রাক্ষস, খোক্ষস, রাজা, রানী বা ডালিম কুমারের গল্প। আজ আপনাদের সাথে আমি এরকমই জনপ্রিয় ৫ টি শিশুদের গল্পের অ্যাপসের সাথে পরিচয় করে দিব । এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে রূপকথা রাজ্যের শিশুতোষ কল্পকাহিনীগুলো শোনা যাবে।

১। রুপকথা

rupkhotaস্মার্টফোনে গল্প শোনার অ্যাপস রুপকথা। এই অ্যাপসসের সাহায্যে রূপকথা রাজ্যের শিশুতোষ কল্পকাহিনীগুলো শোনা যাবে।অ্যাপসটি চালু করলে রুপকথার জগৎ থেকে উঠে আসবে সব মজার মজার গল্প ।গল্প নির্বাচন করে ক্লিক করলেই কথা বলে উঠবে চন্দ্রাবতী। শুনতে পাবে নানা রকম শব্দ।চাইলে আপনি গল্পটি ইচ্ছামতো থামানো, আগে-পেছনে করতে পারবেন।শিশুদের জন্য বিশেষভাবে তৈরী করা এই অ্যাপ্লিকেটিতে রয়েছে …

১। পান্তা বুড়ির গল্প,

২। হিরামনের গল্প,

৩। কলাবতি রাজকণ্যা,

৪। সাত ভাই চম্পা

৫। ডালিম কুমার সহ অনেক ধরনের গল্প

অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করুন…

২। নাসির উদ্দিন হোজ্জার মজার গল্প

nasir uddinশিশুদের গল্প শুনার আর একটি অ্যাপস হল নাসির উদ্দিন হোজ্জার মজার গল্প। এর মাধ্যমে, আপনি নাসিরুদ্দিন এর সকল কৌতুক গল্প উপভোগ করতে পারবেন। নাসিরুদ্দিন হোজ্জার মজার মজার, শিক্ষামূলক কথা এবং বুদ্ধিগত কৌশলগুলো এই অ্যাপসে সুন্দর ভাবে দেওয়া হয়েছে। তার হাস্যরসাত্মক কৌতুকগুলো সত্যিই যে কাউকে হাসিয়ে তুলবে। অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করুন…

৩। গোপাল ভাড়ের হাসির গল্প

gupalvar hasiআরেকটি সুন্দর অ্যাপস হল গোপাল ভাড়ের হাসির গল্প । এই অ্যাপসের মাধামে আপনি অত্যধিক মজার হাসিখুশি এবং রসাত্মক বাংলা গল্প উপভোগ করতে পারবেন । এই অ্যাপসের সব গল্প মধ্যযুগীয় বাংলার কাল্পনিক পুঁথি থেকে নেওয়া। অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করুন।

৪। ভূতের গল্প/ভয়

vuter golpoযারা ভূতের গল্প অথবা হরর টাইপ জিনিস পছন্দ করেন তাদের জন্য আরেকটি সুন্দর অ্যাপস হল ভূতের গল্প/ভয়. এই অ্যাপসটিতে আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া নানান সব ভয়ঙ্কর ভূতের গল্প রয়েছে। অবশ্যই এটি ভালো লাগার মত একটি অ্যাপস। অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করুন…

৫। টুনটুনির গল্প

tuntuni golpoআরেকটি সুন্দর অ্যাপস হল টুনটুনির গল্প । শিশুতোষ লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জনপ্রিয় সব গল্প সংকলন- ‘টুনটুনির গল্প’ এর মজার মজার গল্পগুলো সবার কাছে পৌছে দেবার জন্য এই অ্যাপস তৈরি করা হয়েছে । এই গল্প সংকলনে আছে সর্বমোট ২৭টি গল্প, যার মধ্যে রয়েছে পান্তাবুড়ির গল্প,শিয়াল পন্ডিত, টুনটুনি আর রাজার গল্প ও বোকা বাঘ সহ আরো অনেক মজার মজার গল্প । অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করুন…

আজ আর নয়! সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি। আশা রাখি আগামী দিনে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হতে পারব।

Leave a Comment