কম্পিউটারে সফটওয়্যার চলছে না, এখনি দেখে নিন সমাধান।

11

কেমন আছেন সকলে আশা করি অনেক ভাল। আসুন আজকের কম্পিউটারে সফটওয়্যার সম্পর্কে জেনে নেই। ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটাের কাজ করতে গেলে মাঝেমধ্যে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়৷  এমন সাধারণ সমস্যার সমাধান নিজে নিজেই করা যায়৷

কম্পিউটারে সফটওয়্যার চলছে নাঃ

পুরোনো কম্পিউটারের প্রিয় প্রোগ্রামটি নতুন কম্পিউটারে চলছে না দেখে মাথা গরম করার আগে দেখতে হবে, সেটি নতুন কম্পিউটারের অপারেটিং সিস্টেমে সমর্থনযোগ্য কি না৷ যেমন পুরোনো অনেক সফটওয়্যার উইন্ডোজ ৮-এ কাজ না-ও করতে পারে৷

এ ক্ষেত্রে পুরোনো ওই সফটওয়্যারটি নতুন অপারেটিং সিস্টেমে ইনস্টল করার আগে মূল সেটআপ ফাইেল ডান ক্লিক করে প্রোপার্টিজ অপশন নির্বাচন করতে হবে৷ সেখান থেকে কম্প্যাটিবিলিটি ট্যাব নির্বাচন করে ‘রান দিস প্রোগ্রাম ইন কম্প্যাটিবিলিটি মোড ফর’ অপশনে টিক দিয়ে নিচের মেনুতে থাকা অপারেটিং সিস্টেমের তালিকা থেকে সফটওয়্যারটি আগে যে অপারেটিং সিস্টেমে ভালোভাবে চলত, সেটি নির্বাচন করে ওকে করতে হবে৷ তারপর সেটি ইনস্টল করুন৷

ম্যাক ওএস এক্সের জন্য বানানো সফটওয়্যার অবশ্যই উইন্ডোজ কম্পিউটারে চলবে না৷ আবার ৩২-বিট প্রযুক্তির প্রোগ্রাম ৬৪-বিট কম্পিউটারে চলবে ঠিকই কিন্তু উল্টোভাবে ৬৪-বিট প্রোগ্রাম ৩২-বিট সিস্টেমে চলবে না৷ সব ধরনের ফাইল উইন্ডোজে চলবে এমনটা নিশ্চিত করে বলা যাবে না৷ যেমন .এপিপি এক্সটেনশনের কোনো ফাইল উইন্ডোেজ চলবে না৷ কারণ, এই এক্সটেনশনের ফাইল ম্যাক ওএস এক্সে চলার জন্য সমর্থনযোগ্য৷ অনলাইনে ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি দেখতে সমস্যা হলে বুঝতে হবে, জাভা অথবা ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করা নেই৷ এ ক্ষেত্রে ব্রাউজার নিজ থেকেই আপনাকে জানিয়ে দেবে, ঠিক কোন প্লাগ–ইন ইনস্টল করতে হবে৷ অ্যাডবি ফ্ল্যাশ প্লেয়ার ফাইনাল আপডেট নিচের ঠিকানা থেকে নামাতে পারবেন৷

ডাউনলোড করুন এখন থেকে সফটওয়্যার টির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

ই-মেইলে সংযুক্ত ফাইল খুলতে সমস্যা:

মেইলে আসা কোনো সংযুক্ত ফাইল যদি খুলতে সমস্যা হয়, তাহলে ধরে নিতে হবে, আপনার কম্পিউটারে সম্ভবত ফাইলটি খুলে দেখার প্রয়োজনীয় সফটওয়্যারটি ইনস্টল করা নেই৷ অ্যাডবি রিডার বা পিডিএফ সমর্থন করে, এ রকম সফটওয়্যার যদি ইনস্টল করা না থাকে, তাহলে ফাইলের নামের শেষে একটি ডট দিয়ে তিন অক্ষরের শব্দ (ফাইল এক্সটেনশন) .পিডিএফ নামের ফাইল আপনি দেখতে পারবেন না৷ এ জন্য নিচের ঠিকানা থেকে বিনা মূল্যে অ্যাডবি রিডার ফাইনাল আপডেট নামিয়ে নিতে পারেন৷

ডাউনলোড করুন এখন থেকে সফটওয়্যার টির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

এভাবে ই-মেইলে সংযুক্ত ফাইলের ফাইল এক্সটেনশন দেখে বুঝতে হবে, সেটি দেখার জন্য ঠিক কী ধরনের সফটওয়্যার প্রয়োজন৷ সংযুক্ত ফাইলে নামের শেষে .ডিওসি বা .পিপিটি হলে বুঝতে হবে এটি দেখার জন্য মাইক্রোসফট অফিস বা এর মতো সফটওয়্যার প্রয়োজন৷ মাইক্রোসফট অফিসের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন বিনা মূল্যের ওপেন অফিস সফটওয়্যারটি, নামাতে নিচের ঠিকানার দেখেন যার আকার ১৩৭ মেগাবাইট৷

ডাউনলোড করুন এখন থেকে সফটওয়্যার টির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

তো আজকের মতো বিদায় পরবর্তী তে আবারো হাজির হবো নুতুন কিছু নিয়ে, ভাল থাকুন। আর সময় হলে আমার সাইট টি ভিসিট করতে পারেন, যেখানে পাবেন, গেম, সফটওয়্যার, মোবাইল সফটওয়্যার, ও আর অনেক কিছু তো দেরি কেন ভিসিট করুন।

এখান থেকে ।

তো ভাল থাকুন।

1 thought on “কম্পিউটারে সফটওয়্যার চলছে না, এখনি দেখে নিন সমাধান।”

Leave a Comment