ডাউনলোড করে নিন Tutsplus এর থিমফরেস্ট এ ওয়ার্ডপ্রেস থিম সাবমিট করার নিয়ম কানুন। সঙ্গে অতি প্রয়োজনীয় এক সফটওয়্যার।

কেমন আছেন সকলে আশা করি অনেক ভাল। আবার ফিরলাম টিউটোরিয়াল পর্বে
আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো  Preparing WordPress Themes For ThemeForest Tutsplus এর প্রিমিয়াম টিউটোরিয়াল।

আমারা অনেকেই থিমফরেস্ট এর সম্পর্কে জানি, তো এর বিষয় এ আর বেশি কিছু বলার নেই। এবার আসুন আমারা যারা ওয়ার্ডপ্রেস থিম বানানোর কাজ করি তদের অনেকের ইচ্ছে থাকা সতেও তারা থিমফরেস্ট এ তাদের থিম সাবমিট করতে পারছে না, বা সঠিক গাইড লাইন এর অভাবে সম্ভব হয়ে উঠছে না, তদের জন্যই আজকের এই টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভাল লাগবে। তো আসুন আজকে ডাউনলোড করি ৭ পর্ব এর ১ম টিউটোরিয়াল ও ঠিক ২৪ ঘণ্টার মধ্যে পরবর্তী আর ৭টি টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো দেরি না করে ঝটপট ডাউনলোড শুরু করুন

ডাউনলোড পার্ট ১, ৮৯ এমবি তে ৩ টি ভিডিওঃ  ডাউনলোড  ডিরেক্ট

ডাউনলোড করুন

ডাউনলোড করুন  পার্ট ২, ১৫৫ এমবি তে ৪ টি ভিডিও আছেঃ

ডাউনলোড ডিরেক্ট পার্ট ১

ডাউনলোড ডিরেক্ট পার্ট ২

অথবা

ডাউনলোড করুন পার্ট ১

ডাউনলোড করুন পার্ট ২

প্রিমিয়াম ভিডিও টিউটোরিয়াল বা সফটওয়্যার এর জন্য এখানে দেখতে পারেন।


এবার আসুন ডাউনলোড করার মহা ওষুধ IDM ডাউনলোড করে নেই কোন প্রকার কি,সিরিয়াল, পাথ বা পেচ কিছু লাগবে না, সারা জীবন নির্ভেজাল। আমি আজথেকে ১ বছর ধরে ব্যাবহার করি, আজ প্রজন্ত কোন সমস্যা করে নি করবেও না। আসুন আগের IDM রিমুভ করে নুতুন করে এই নির্ভেজাল IDM ব্যাবহার করি। বিদ্রঃ যাদের IDM কাজ করছে তাদের কষ্ট করার দরকার নেই। :D

দেরি না করে ডাউনলোড শুরু করে দিনঃ ডাউনলোড করুন

আশা করি কারো কোন সমস্যা হবে না ডাউনলোড করতে। ও হাঁ আমি ফাইল গুলো ডাটা হস্ত এ আপলোড করেছি, অনেকে হয় তো সেখান থেকে ডাউনলোড করতে সমস্যা বোধ করতে পারে তাই আপনি নিচে ছবি টি দেখুন।

আজকে এই প্রজন্তই ভাল থাকুন। ও হাঁ আমার সাইট টি ভিসিট করতে পারেন এখান থেকে, যেখানে পাবেন অনেক ফুলভার্সন সফটওয়্যার সহ অনেক কিছু।

তো দেরি না করে ভিসিট করুন আমার সাইট এখান থেকে।

Leave a Comment