কেমন আছেন সকলে। আশা করি অনেক ভাল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বিজয় এর ফুল- ভার্সন ও পোর্টেবল ভার্সন সফটওয়্যার টি।
বিজয় ৭১ ফুল ভার্সনঃ
আপনারা সকলেই এই বিজয় এর কথা জানেন। এর সম্পর্কে তেমন কিছু বলার নেই। কিন্তু বর্তমানে বিজয় এর চেয়ে আমারা অভ্র বেশি ব্যাবহার করি। কিন্তু কিছু কিছু বন্ধুরা কিন্তু সেই বিজয় এই এখনো ব্যাবহার করে আসছে। তাদের জন্যই আজকে দিলাম বিজয় একাত্তর সফটওয়্যারটি।
সফটওয়্যার টি মাত্র ২৩৬ এমবি এর ফুল ভার্সন সফটওয়্যার টি নামিয়ে ফেলুন তারাতারি।
সফটওয়্যার টি কিন্তু ফ্রি না এর জন্য আপনাকে ৫০০০ টাকার মতো খরচ করতে হবে। কিন্তু আমি আপনাকে দিচ্ছি একদম ফ্রি তে। ডাউনলোড করে নিন ও নিজেই দেখুন। সফটওয়্যার টির ভিতরে এর সব কজের উপকরন দেয়া আছে দেখুন দেখি। স্টেপ বাই স্টেপ সেট আপ করতে এই টিউটোরিয়াল টি দেখতে পারেন এখান থেকে।
আশা করি ডাউনলোড লিংক এ কোন প্রবলেম হবে না , হলে জানাবেন আমি অন্য ডাউনলোড লিংক দিয়ে দেবো।
বিজয় ৭১পোর্টেবল ভার্সনঃ
এবার নিয়ে নিন ঝামেলা বিহিন বিজয় ৭১পোর্টেবল ভার্সন একদম ফ্রি, ৪৮ এমবি এর এই সফটওয়্যার টি আপনার সঙ্গে রাখুন। আশা করি আপনার কাজে আসবে।
পোর্টেবল ভার্সনের জন্য কোনোপ্রকার কি বা সিরিয়াল দরকার নেই। শুধু ডাউনলোড করুন আর উপভোগ করুন।
তো আজকে এই প্রজন্তই আশা করি আপনাদের কাজে লাগবে। না লাগলে আমি আন্তরিখ ভাবে দুঃখিত।
সময় পেলে আমার সাইট এ ভিসিট করতে পারেন এখান থেকে। সকল প্রকার সফটওয়্যার নিয়ে করা এই আমার সাইট
ভিসিট করুন।
ভাল থাকুন সকলে।