কেমন আছেন সকলে আশা করি অনেক ভাল। আশা করছি আজকের টিউন টি আপনাদের অনেক ভাল লাগবে।ভাল না লাগলে মাফ করে দিবেন।তো আসুন জেনে নেই আজকের পোস্ট গুলো সম্পর্কে।
আজকে আমি আপনাদের ৩ টি পোর্টেবল সফটওয়্যার দিবো যা হয়তো আপনাদের কাজে লাগতে পারে। দেখুন দেখি কাজে লাগে কি না।
Adobe Acrobat Reader 9.3 portable:
নুতুন করে আসলে বলার কিছু নেই। তাই কিছু বললাম না শুধু ডাউনলোড করুন ও উপভোগ করুন মাত্র ৩০ এমবি এর এই সফটওয়্যার টি। আর যদি বিস্তারিত জান্তেই চান তাহলে ভিসিট করুন এখানে।
ডাউনলোড সাইজঃ ৩০ এমবি
ডাউনলোড করুন কপি.কম এঃ ডাউনলোড
ডাউনলোড করুন ডাইরেক্টঃ ডাউনলোড
Hard Disk Sentinel Pro 4.40:

এই সফটওয়্যার টির সম্পর্কে যারা জানেন না তাদের বলছি। আপনার হার্ডডিস্ক সুরক্ষিত রাখতেই এই সফটওয়্যার এর জুরি যেই। অনেক সময় আমাদের হার্ডডিস্ক এ ব্যাড সেক্টর পরে তা চির দিনের জন্য শেষ হয়ে যায়। তাই এর সুরক্ষায় আপনি ব্যাবহার করতে পারেন এই সফটওয়্যার টি। সফটওয়্যার টির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখনে।
CCleaner Professional portable:

আশা করি সকলেই এই সফটওয়্যার টি ব্যাবহার করেন ও জানেন। তাই কোন কিছুই বললাম না। শুধু ডাউনলোড করুন ও আরমে ব্যাবহার করুন।
আর কিছু পোর্টেবল সফটওয়্যার ডাউনলোড করতে পারেন এখান থেকে।
আজকে এই প্রজন্তই।আগামি তে আর নুতুন নুতুন পোর্টেবল সফটওয়্যার নিয়ে হাজির হবো। আপনাদের কোন পছন্দের পোর্টেবল সফটওয়্যার লাগলে জানাবেন। ও ভাল থাকবেন ও সুস্ত থাকবেন এই কামনায়।
আর সম্প্য পেলে আমার সফটওয়্যার সাইট টি থেকে ঘুরে আসতে পারেন এখান থেকে।
কোন প্রকার সমস্যা হলে কমেন্ট করুন।ভাল থাকুন সকলে।