ফেইসবুক ভিডিও সবচেয়ে সহজ পদ্বতিতে সফটওয়ার ছাড়া কয়েক ক্লিকে ডাউনলোড করুন

সবাইকে সালাম জানিয়ে আমার টিউনটি শুরু করছি আশা রাখি সবাই ভালো আছেন।আজকে আপনাদের জন্য ছোট একটা টিকস নিয়ে আসলাম।আমরা যারা প্রযুক্তি নিয়ে থাকি তাদের কমবেশ সবারিই একটা দুটা ফেইসবুক আইডি আছে।আমাদের দরকারে বা আমাদের অনেক প্রিয় ভিডিও আমাদের ফেইসবুক ওয়ালে পাই।অনেক সময় ভিডিও ও দেখার পর ডাউনলোড রাখার প্রয়োজন পড়ে বা অনেকের ফ্লেশ প্লেয়ার না থাকার কারনে ভিডিও দেখতে পারেন না তারা ভিডিও টি ডাউনলোড করে দেখেন।আজকে আমি আপনাদের জন্য সব চেয়ে সহজ পদ্বতিতে ভিডিও ডাউনলোড করার সিস্টেম জানাবো অনেকে হয়তো জানতে পারেন এটা।যাই হোক যারা জানেন না তাদের জন্য বলছি।
১। আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেটার ওপর ক্লিক করুন।

২। এবার আপনি ব্রাউজারের ঠিকানা অংশে যে ইউআরএলটি দেখা যাবে, সেটা কপি করুন।


৩। তার পর এই ঠিকানায় ক্লিক করুন ।এরপর একটি বক্স দেখা যাবে, সেখানে কপি করা ইউআরএলটি পেস্ট করে ডাউনলোড ক্লিক করুন।

দেখবেন ভিডিওটি ছোট আকারে দেখা যাচ্ছে, আর নিচে লেখা ‘Download This Video’। লেখাটির ওপর ক্লিক করুন এবং দেখবেন নতুন একটা ট্যাব খুলে গেছে যেখানে শুধু ভিডিও দেখা যাচ্ছে আপনি ভিডিও টির উপর রাইট বাটন ক্লিক করুন এবং Save video As ক্লিক করুন ডাউনলোড শুরু হয়ে যাবে।

আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।আর যারা এন্ড্রয়েড ইউজার আপনারা আপনাদের দরকারি পেইড এপস এবং গেমস গুলো ফ্রিতে ডাউনলোড করুন

Download Free Paid Android Apps

Leave a Comment