লগো ডিজাইন টিপস

বিখ্যাত লগো ডিজাইনার David Airey লগোডিজাইনের টিউটরিয়ালটি অনুবাদ করে প্রকাশ করা হলো।

১।প্রতিষ্ঠানটি কি করছে তা লগো তে দেখানো প্রয়োজনীয় নয়:

একরি রেস্টুরেন্টের লগোতে খাবারের ছবি বা ডেন্টিস্টেরলগোতে দাতের ছবি থাকবে এমন কোন কথা নেই ।এপলের লগোতে তো কম্পিউটার নেই ।গ্রামীন ফোনের নতুন লগো তে নেই মোবাইলের ছবি।

২।সবলগোতে ই নামের অক্ষর থাকতে হবে ।এমন কোন কথা নেই ।

এ ব্যপারে ক্লাইন্টের সাথে খোলা মেলা আলাপ করতে পারেন ।

৩।দুই রকমের পদ্ধতি অবলম্বন:

এমনও হতে পারে যে আপনার ক্লাইন্ট যা চাচ্ছে তাতে আপনি রাজি নন। সে ক্ষেত্রে ক্লাইন্টের ইচ্ছামতো কাজকরুন আপনার পছন্দের কাজটি করেও দেখান । ক্লাইন্ট রাজি হলে আপনার পছন্দের কাজটিও দিতেপারেন ।

৪।স্কেচকরা :

কম্পিউটার আর মাউসের মাধ্যমে কোন নতুন ধারনা লাভের চাইতে কাগজে আর কলমে নতুন কোন ডিজাইনের চিন্তা ভাল কাজ করে ।

৫।কাজটি ডেলিভারী দেয়ার ব্যপারে প্রতিজ্ঞা:

আপনারা যদি বেশি সময় প্রয়োজন হয়বা বুঝতে পারছেন না কেমন সময় লাগতে পারে, সে ক্ষেত্রে বেশি করে সময় নিয়ে নিন। ডিজাইনের কাজটি অনেকটা কনস্টাকশনকাজের মতো অনেক উপাদান সংগ্রহ করতে হয় একটি কাজে।

৬।প্রথমে কালো রঙের ডিজাইন করুন :

প্রথমে কালো রঙের বা এক দুটা রঙেরডিজাইন করার চেস্টাকরুন ।

৭।অতি সাধারন করে লগো বানান লগোটি এমন ভাবে বানানো উচিত যাতে এক ইন্চি আকারের থাকলেও কোন অংশ ই বুঝতে অসুবিধা না হয়।

Mitsubishi;Samsany Fedex,BBC-এর লগোগুলো দেখুন।খুবসহজে ই বুঝা যায়।

৮।একটি কথামনে রাখা দরকার সকল ভাল লগোতেই একটি মাত্র বৈশিষ্ট্য থাকে ।

কোনটিতে কম্পানির নামের অক্ষর , কোনটিতে নির্দেশ বা কাজের ধরন বা অন্যকিছু । একটি লগোতে অনেক কিছুর সমিশ্রন ঠিক নয়।

3 thoughts on “লগো ডিজাইন টিপস”

  1. অনুবাদটি ভাল হয়েছে
    সত্যি কথা বলতে এই ব্যাপারগুলো গুছিয়ে না জানলেও কঞ্চেপ্ট কিছুটা ছিল
    এখন পর্যন্ত একটা লোগো তৈরী করেছিলাম…।
    আমি তো ভাই আপনাদের যত পোষ্ট দেখছি তত ফ্যান হয়ে যাচ্ছি, দিন যত যাচ্ছে আরো অনেক বেশি শিখছি

    1. @LuckyFM, বেপারটা আসলে এরকমই। আমি এখনো আনেক অনলাইনে পড়ালেখা করি। লেখাটা একটা উপলক্ষ মাত্র। যে বিসয়গুলো অন্যকে জানানো খুবই প্রয়োজন এবঙ আমার সাধ্যের ভেতরে তারই অবতারনা করার একটা চেস্টা। ধন্যবাদ।

Leave a Comment