সি দিয়ে আমার তৈরী করা একটি মজার গেম

আস্সালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি নি:শ্চই ভালো । আজ অনেক দিন পর Tutorialbd তে লিখতে বসলাম । অনেক দিন Tutorialbd তে প্রবেশ করা হয় না আমার । আজ ফেসবুকে অসীম কুমার দাদা’র CSS এর উপর একটা বই ডাউনলোড লিংক দেখে Tutorialbd’র কথা মনে পড়ল । আমি কয়েক বছর আগে Tutorialbd তে Programming in C এর উপরে ব্লগ লিখতাম । আজ মনে হল, আমার তৈরী Programming C দিয়ে বানানো একটি গেম শেয়ার করলে সবাই প্রোগ্রামিং শেখার প্রতি অনেক আগ্রহী হয়ে উঠবেন ।

প্রথমেই এই লিংক থেকে গেমটি ডাউনলোড করুন । Size : 75.5 Kb (গেম খেলার নিয়ম না জেনে গেমটি খেলা শুরু করবেন না )

http://sajib.org/wp-content/uploads/2013/10/GAME-Master-Sajib.exe

About This Game:

এই গেমটি হল, মনে করুন আপনার সামনে কয়েকটি দেশের জাতীয় পতাকা দেয়া হল এবং প্রশ্ন করা হল কোনটি কোন দেশের পতাকা । এই গেমের মধ্যে এই জিনিসগুলিই দেখতে পাবেন ।

গেম খেলার নিয়ম :

১) প্রথমেই গেমটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন । এখন দেখবেন Loading হচ্ছে । Loading শেষ না হওয়া পর্যন্ত  Keyboard থেকে কোন Key Press করবেন না । Loading Complete হলে যে কোন Key Press করুন ।

২) এখন আমাদের দেশের জাতীয় পতাকার চারপাশে Lighting জ্বলবে । আপনি যে কোন একটি Key Press করে অপেক্ষা করুন । কিছুক্ষনের মধ্যেই ৪ টি মেনু আসবে । Game টি Start করার জন্য ১ চাপুন এবং Enter দিন । আপনি সকল নিয়ম অনুসরন করুন । নিয়মগুলি গেমেরে নিচের দিকে দেয়া থাকবে ।

৩) এখন আপনার সামনে বিভিন্ন দেশের পতাকা থাকবে এবং নিচে একটা প্রশ্ন করা হবে । আপনার কাছে যেই নম্বর উত্তর সঠিক মনে হবে সেই সংখা চাপুন এবং Enter চাপুন । পরবর্তী প্রশ্নের জন্য আবার Enter চাপুন । এভাবে মোট ৯ টি প্রশ্নের উত্তর দিন ।

৪) সবশেষে আপনার Nick Name (ডাক নাম) লিখে Enter দিন ।

আশাকরি Game টি সবার ভালো লাগবে । আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেনো ।

2 thoughts on “সি দিয়ে আমার তৈরী করা একটি মজার গেম”

  1. আাবিদ হোসেন

    ভাই একটা প্রশ্ন খুবই ইচ্ছা…….সব স্থানে শুধু Command prompt এ অংক শিখেছি…কিন্তু
    কিভাবে একটা খালি উইন্ডো এবং তাতে বাটন, ভিডিও রং ইত্যাদি বিষয়ে একটু কিছু লিখলে খুবই উপকৃত হব…না হলে অন্তত অন্য কোনো স্থানের এ বিষয়ের Article একটু লিংকটা অন্তত দিবেন…প্লিজ… ইংরেজি হলেও চলবে..

Leave a Comment