sql টিউটোরিয়াল, পর্বঃ – ৪ (ডাটা টাইপ, ইন্টেজার)

এই সিরিজের পূর্বের টিউটোরিয়াল গুলঃ

০১. sql টিউটোরিয়াল –  ১ (সূচনা পর্ব)

০২. Sql টিউটোরিয়াল, পর্ব – ২ (সার্ভার পাসওয়ার্ড পরিবর্তন করা)

০৩. Sql টিউটোরিয়াল, পর্ব – ৩ (ডাটাবেজ তৈরি করা ও দেখা)

trans-updatingMultiDBsJ2eeServersসবাইকে আরো একবার আমন্তন জানাচ্ছি sql টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব sql এর বিভিন্ন ডাটা টাইপ নিয়ে। হাই লেভেলের প্রতিটি ল্যাংগুয়েজে ডাটা টাইপ নিয়ে কাজ করে থাক। তেমন করে sql ও একটি হাই লেভেল ল্যাংগুয়েজ তাই sql ও বিভিন্ন ডাটা টাইপ নিয়ে কাজ করে থাকে। ডাটা টাইপ হচ্ছে ডাটার ধরন। যেমনঃ- নাম্বার টাইপ ডাটা যা integer নামে পরিচিত, String টাইপ ডাটা যা টেক্সটকে টাইপ ডাটাকে নির্দেশ করে।

sql সাধারনত ৬ ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করে থাকে যথা-

1. Numaric Type – নাম্বার ধরনের ডাটা ষ্টোর করার জন্য
2. String Type – শব্দ ও টেক্সট ষ্টোর করার জন্য
3. Large Storage Type – বড় ধরনের ফাইল ও ডকুমেন্ট ষ্টোর করার জন্য
4. Date and time Type – তারিখ ও সময় ষ্টোর করার জন্য
5. Bit Values Type – লজিক ভ্যলু ও বিভিন্ন ফ্লাগ ষ্টোর করার জন্য
6. Enumeration Ttpe – নিউমেরিক ভ্যালু ষ্টোর করার জন্য

Numaric Type : প্রধানত Numaric Type Data যথা-

1. Integer Type – নাম্বার ষ্টোর করার জন্য। ১,২,৩ ইত্যাদি
2. Floating Point Type – রিয়েল নাম্বার নিয়ে কাজ করে। সাধারনত হিসাব এর কাজে ব্যবহৃত হয়।
3. Fixed Point Type – ডেসিমেল নাম্বার ষ্টোর করার কাজে ব্যবহৃত হয়।

আজকের মত এই পর্যন্তই। ভাল থকবেন ও টিউটোরিয়াল বিডির সাথেই থাকুন।

Leave a Comment