ভিজ্যুয়াল প্রোগ্রামিং : ভিজ্যুয়াল বেসিক ৬.০ পর্ব – ২

ভিজ্যুয়াল বেসিক টিউটোরিয়ালের এ পর্যায়ে আমরা একটি নমুনা প্রজেক্ট তৈরি করবো। এর মাধ্যমে আপনি জানতে কিভাবে একটি প্রজেক্ট তৈরি করতে হয়, প্রজেক্ট চালু করা, বন্ধ করা সংরক্ষন ইত্যাদি। তাহলে শুরু করা যাক-

ধাপ ১ঃ ভিজ্যুয়াল বেসিক প্রোগ্রামটি রান করুন।

ধাপ ২ঃ স্ক্রীনে New Project ডায়ালগ বক্স আসলে Standard EXE আইকনটিতে ডাবল ক্লিক করে একটি নতুন প্রজেক্ট খুলুন। স্ক্রীনে একটি খালি ফর্ম দেখা যাবে। এই ফর্মটি ছোট বড় করা যায়। মাউস ড্রাগ করে আপনার প্রয়োজন অনুযায়ী স্ক্রীনের সাইজ ছোট বড় করে নিন।

ধাপ ৩ঃ ভিজ্যুয়াল বেসিক প্রোগ্রামিং ইন্টারফেসের বাম পাশে থাকা টুলবক্স থেকে লেবেল নামের টুলসটি সিলেক্ট করুন এবং নিচের ছবির মতো ফর্মে নির্ধারন করুন

ধাপ ৪ঃ লেবেল কন্ট্রোলটি সিলেক্ট অবস্থায় ভিজ্যুয়াল বেসিকের ডান পাশে থাকা প্রোপর্টিজ উইন্ডো থেকে Font প্রোপর্টিতে ডাবল ক্লিক করুন। তাহলে Font ডায়ালগ বক্স দেখা যাবে।

ধাপ ৫ঃ Font তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী ফন্ট এবং এর স্টাইল ও সাইজ সিলেক্ট করে OK বাটনে ক্লিক করুন।

ধাপ ৬ঃ প্রোপার্টিজ উইন্ডোতে স্ক্রল করে নিচের দিকে যান এবং Alignment এ গিয়ে ক্লিক করুন। Alignment প্রোপার্টির পার্শ্বে পুল ডাউন লিস্ট থেকে 2-center সিলেক্ট করুন।

1 thought on “ভিজ্যুয়াল প্রোগ্রামিং : ভিজ্যুয়াল বেসিক ৬.০ পর্ব – ২”

Leave a Comment