ফটোশপ ব্যবহার কারীর ১১ টি সাধারন ভুল

ফটোশপ ব্যবহারকারীর ১১ টি সাধারন ভুল

১। Magic Wand-এব্যবহার :

অনেক নতুন ব্যবহারকারীরা (সিলেক্ট করতে) ম্যাজিক ওয়ান্ড ও ম্যাগনেটিক লেসো টুল ব্যবহার করে । অথচ পেন টুল ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই এর চেয়ে বেশি সুবিধা পাওয়া সম্ভব ।

extraction1
২। টেক্সট কপি:

অনেকেই Image হিসেবে কপি করে বা রাস্টার ইমেজ ব্যবহার করে যা জুম করলে ফেটে যায় ।

bodycopy2
৩। গ্রাডিয়েন্টের ব্যবহার:

আমি নিজে অনেককেই দেখেছি যারা হরেক রকমের রং নিয়ে গ্রাডিয়েন্ট বানিয়ে ডিজাইনে ব্যবহার করে যা মোটেও দৃস্টি-নন্দন নয় । প্রায় কাছাকছি রং এবং হালকা থেকে গাঢ় করে ২-৩ টি রংঙের গ্রাডিয়েন্ট নিয়ে কাজ করলেই সুন্দর হয়।

rainbow3
৪। কালো রং এর ব্যবহার :

আমিও এরকম ভুল করতাম। সুন্দর ব্যবহারের জন্য C=90, M=60, Y=30, K=100, রাখুন । দেখুন কেমন হয়।

black_white10
৫। ফিল্টারের মাত্রাতিরিক্ত ব্যবহার:

অনেক মাত্রাতিরিক্ত ফিল্টার ব্যবহার করে ছবির মৌলিকত্ব হারায়।

filters5
৬। ফটোশপে লগো বানানো:

ফটোশপে লগো বানানোর চেস্টা বাদ দেয়া ঊচিত । ইলাস্ট্রেটর ব্যবহার করুন ।

logos6
৭। ৩০০পিক্সেলের কম রেজুলেশন প্রিন্টের কাজ করা:

অনেকেই 72 পিক্সেলের ছবি নিয়ে পিন্ট করার কাজকরে দেখেছি । যেটা আপনাকে ভাল মানের ছবি দিবে না।

300dpi5
৮। Slortcut না জানা:

আপনি যে প্রোগ্রামেই কাজ করুন না কেন আপনাকে Shortcut গুলো জানতে হবে তা না হলে অনেক সময় অপচয় হবে। ফটোশপের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হতে পারে । সময় অপচয় হয় আরও বেশি।

৯। Layer ও Folder ব্যবহার না করো :

নতুন ব্যবহারকারীরা Layer ও Folder ব্যবহার না করায় অনেক সমস্যায় পড়ে।

name_layers6
১০। ছবি সাদা কালো করা:

ছবি সাদা কালো করতে অনেক অভিজ্ঞ ডিজাইনারকে ওদেখি Image-Adjustment-Desaturate.ব্যবহার হবে।
তা না করে Image-Adjust>Channel Mixer ব্যবহারকরে Monochromeচেক করে ভাল মানের ছবি পাওয়াযায়্।
Pmbossed.ও dropshadow এরদুটি ব্যবহারের স্মেত্রে সর্তকতার সাথে ও হালকা ভাবে ব্যবহার করা উচিত ।

১১। Guide gridএর সুবিধা না নেয়া:

Guide ও Gridএর মাধ্যমে লেয়ারকে সহজেই সুবিধাজনক যায়গায় বাসানো যায় অথচ অনেকেই এ
কাজটি করতে আলসতা করে।

চিঠি দিব?

আমার লেখাগুলো ই-মেইলেই মাধ্যমে পেতে সাবক্রাইব করতে পারবেন। নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার কাছে তার একটি কপি যাবে। আপনি চাইলে সহজেই ই-মেইলের মাধ্যমে নিউজলেটার পাওয়া বন্ধ করতে পারবেন।

পরবর্তিতে প্রকাশিত হবে:

ইলাস্ট্রেটর ব্যবহারকারীদের সাধারন ভুলগুলো নিয়ে আলোচনা।

তথ্য সূত্র: লেখাটি অনুমোতি সাপেক্ষে এখান থেকে নেয়া।
ছবি সূত্র: http://psd.tutsplus.com

6 thoughts on “ফটোশপ ব্যবহার কারীর ১১ টি সাধারন ভুল”

  1. ধন্যবাদ সুন্দর লেখার জন্য। ২নং (অনেকেই Image হিসেবে কপি করে বা রাস্টার ইমেজ ব্যবহার করে যা জুম করলে ফেটে যায়) । কি ভাবে রাষ্টার ইমেজ ব্যবহার করতে হয় তা জানালে কৃতজ্ঞ থাকব।

    ধন্যবাদ

  2. ধন্যবাদ সুন্দর লেখার জন্য। দয়াকের ২নং(অনেকেই Image হিসেবে কপি করে বা রাস্টার ইমেজ ব্যবহার করে যা জুম করলে ফেটে যায়) ।কি ভাবে রাস্টার ইমেজ ব্যবহার করা যায় লিখুন। কৃতজ্ঞ থাকব।
    ধন্যবাদ।

    1. @imon, আপনাকেও ধন্যবাদ,ইমন। আশা করি নিয়মিত টিউটরিয়ালবিডির সাথে থাকবেন। মতমত ও আলোচনা বংলায় করার চেস্টা করুন। বাংলা খুব কঠিন কিছু না। 😀

Leave a Comment