জনপ্রিয় ও সুন্দর ব্লগসাইট বানানোর বিশ্বসেরা টিপস

নেভিগেশন

  • ১. খুব দ্রুত বিভিন্ন পেজে যাওয়ার জন্য নেভিগেশন খুবই গুরুত্বপূর্ণ।
  • ২. এক রকম পোস্ট : কোন ভিজিটরকে আপনার সাইটে বেশিক্ষন রাখতে পারে একই রকম পোস্টের একটি তালিকা । রিলেটেড পোস্ট প্লাগইনটি ইন্সল করে নিতে পারেন।
  • ৩. ব্রেডকাম্ব: সাইটের কোথায় বিচরন করছেন তা ব্রেডকাম্ব বলে দেয়। যেমন Home-> Photoshop->Effect
  • ৪. কয়েকটি পেজে একটি পোস্ট ভাগ করে করে দিন: ভাগ করে দিলে (১) পেজ দ্রুত লোড হয় (২) পড়তে সুবিধা হয় (৩) SEO ভাল
  • ৫. বিভাগ আইকন: প্রতিটি বিভাগের আলাদা আলাদা আইকন সাইটকে আরও আকর্ষনীয় করতে পারে। ভিজিটর খুব সহজেই বুঝতে পারে সে কোন বিভাগে আছে।

ডিজাইন

  • ৬. সুন্দর সাইডবার: খুবই মান সম্পন্ন সাইডবার ও বিভিন্ন পেজের জন্য আলাদা আলাদা সাইডবার করা ভাল।
  • ৭. বিজ্ঞাপন তুলে নিন: পোস্টের মাঝে ও বিভিন্ন অবস্থানে বিজ্ঞাপন ভিজিটরদের পরতে অসুবিধা করে। তারা বুঝতে পারে না কোনটি পোস্ট আর কোনটি বিজ্ঞাপন ভিজিটর হারাতে না চাইলে বিজ্ঞাপন তুলে দিন বা নিদিস্ট দূরত্ব বজায় রেখে এমন ভাবে বিজ্ঞাপন দিন
  • ৮. যাতে ভিজিটর বুঝতে পারে এটি বিজ্ঞাপন ।
  • ৯. সাবক্রাইব: সুন্দর ও ব্যতিক্রম ধর্মী সাবক্রাইব আইকন ব্যবহার করুন । ই-মেইল সাবক্রাইবের ব্যবস্থা রাখুন। ১০. ছবি: ছবি দিন সুন্দর ভাবে । ছবির বর্ননা দিন । বামে বা ডানে মাঝারী ধরনের ছবিই ভাল ।
  • ১১. মতামত নম্বর: মতামত নম্বর যুক্ত করুন আলাপ আলোচনার রেফারেন্সে এটি ভাল।
  • ১২. লেখকের মতামত লেখকের মতামতকে একটু ভিন্ন ভাবে প্রকাশ হতে হবে যাতে পাঠক বুঝতে পারে।

পারফমেন্স

  • ১৩. ছবি কমিয়ে দিন: প্রথমপাতা দ্রুত লোড হওয়ার সবচেয়ে বড় বাধা অধিক পরিমান ছবি। প্রথম পাতা ছোট সাইজের ছবি ব্যবহার করুন।
  • ১৪. বড়পোস্ট ছোট করুন: বড় পোস্ট ছোট অংশে ভাগ করুন।
  • ১৫. অপ্রয়েআজনীয় প্লাগইন ইনএকটিভ: অধিক প্লাগিন আপনার সাইটলোড হতে বেশি সময় নিতে পারে তা কমিয়ে দিন।
  • ১৬. সুপার ক্যাশ প্লাগইন: সুপার ক্যাশ প্লাগইন আপনার সাইট লোডের সময় অনেক কমিয়ে দিবে । সুপার ক্যাশ সাইটের html কোড তৈরি করে ফলে ডাটাবেজ থেকে call করার সময় বাঁচিয়ে দেয়।
  • ১৭. ডায়নামিক কনটেন্ট কমিয়ে দিন: আপনার থিমের এর হেডার ও ও ফুটারের ডায়নামিক কনটেন্ট কমিয়ে দিন।
  • ১৮. php-speedyg: ব্যবহার করুন। এটি cssও js ফাইল কম্প্রেশ করে সারভারে লোডকরে তাই দ্রুত কাজ করে।

নিরাপত্তা

  • ১৯. আপগ্রেড করা: ওয়ার্ডপ্রেস আপগ্রেড করুন এবং হেডার থেকে ভাশর্ন মুছে দিন যাতে হ্যাকার ধরতে নাপারে আপনি কোন ভার্শন ব্যবহার করছেন।
  • ২০. config.php ফাইল সম্পাদন: ডাটাবেজে wp_ সাফিক্স ব্যবহার না করা।
  • ২১. ডিফল্ট ইউজারনেম ব্যবহার নাকরা: admin ইউজারনেম ব্যবহার না করে ভিন্ন একটি ইঊজারবানিয়ে তাকে admin এর ক্ষমতা দিয়ে দিন । admin ইউজার মুছে দিন।
  • ২২. ব্যাকআপ: ডাটাবেজ ব্যাকআপ রাখুন নিয়মিত।
  • ২৩. login lockdown প্লাগইন:এ প্লাগইন ব্যবহার করলে কেউ পাঁচ মিনিটের মধ্যে তিনবার ভুল পাসওয়ার্ড দিলে ১ ঘন্টার জন্য তার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস লগইন করা যাবে না।

SEO

  • ২৪. SEO টাইটেল ট্যাগ: এই প্লাগইনটি ব্যবহার করুন।
  • ২৫.feedburner প্লাগিন: FEEDBURNER একটি একাঊন্ট খুলে আপনার সাইটের ফিড বার্ন করুন । প্রচার করুন। বিভিন্ন RSS ফিড সাবমিট।
  • ২৬.google সাইটম্যাপ: google এর সাইট ম্যাপ বানিয়ে নিন।
  • ২৭. site Permalink: সাইটের পার্মালিংক category/PostName.html ব্যবহার করুন।
  • ২৮. রিডাইরেকশন: রিডাইরেকশন প্লাগইনের মাধ্যমে পুরাতন url থেকে নতুন url এ রিডাইরেক্ট করতে পারেন।
  • ২৯. ছবি: ছবিতে Alt ট্যাগ ব্যবহার করুন।
  • ৩০. বড় করে পোস্ট দিন: ৪০০+ শব্দ এবং সর্বোচ্চ ২৫০০ শব্দের মধ্যে পোস্ট দিন।

অন্যান্য:

  • ৩১. সুন্দরভাবে অনুসন্ধানের ফলাফল দেখান। পৃষ্ঠা নম্বর উল্লেখ করুন।
  • ৩২. বিভাগানুসারে সার্চের ব্যবস্থা করুন।

29 thoughts on “জনপ্রিয় ও সুন্দর ব্লগসাইট বানানোর বিশ্বসেরা টিপস”

  1. মাইক্রোমিশন

    আপনার সাইটে বাঙলা আমার কম্পিউটারে পড়তে পারিনা হিজিবিজি দেখায়

  2. Pingback: বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » ব্লগ ডিজাইনের ক্ষে

  3. আপনার মতামতের উত্তর একটু দেরিতে হয়ে গেল বলে দূ:খিত। আপনার উদ্দেশ্যটি মহত। তবে ব্লহস্পট দিয়ে এরুপ কাজ উদ্ধার অনেক কস্টকর। সাইটে যদি গুগল এডসেন্স ব্যবহারের ইচ্ছা না থাকে তবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে বলবো। আর ব্লগস্পট ব্যবহার করলে ভাল টেমপ্লেটে কাজ করুন। সবচেয়ে বড় কাজ যেটা তা হলো: নিয়মিত পোস্ট করা…প্রতিদিন ব্লগে সময় দিতে হবে, তাহলেই তা সফল হবে।
    বাংলাদেশের প্রেক্ষাপটে এই কাজটি করেও লাভ নেই । তারচেয়ে অনলাইন ব্যাংক একাউন্ট খুলে তার ঠিকানা দিয়ে দিন। আপনাদের একটি কর্মসুচি,সদস্য তালিকা ইত্যাদির ছবি দিন। আমিও এরকম মহত কাজের সাথে আছি।

  4. shahrin afroz

    Can you tell me please, which programng language & database you used to build this site.

    This editor, I am writing into is a textBox? In which language?

    Thanks.

  5. @shahrin afroz: আমি আসলে ওপেন সোর্স সিএমএস ওয়ার্ডপ্রেস দিয়ে এই সাইট বানিয়েছি। মূলত:এইচটিএমএল, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। আর মাইএসকিউএল ডাটাবেজে সব কিছু সংরক্ষিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে।

      1. @shahrin afrozএই টেক্সটবক্স আসলে একটি প্লাগইন বাংলাকেবি যা লাভলুদা আর হাসিন হায়দার বানিয়েছে তা দিয়ে তৈরী। এখানে চারটি জাভাস্ক্রিপ্ট ফাইল আছে। আপনি চাইলে আমি বিনামূল্যে আপনাকে সব কিছু সরবরাহ করতে পারি।

  6. খুব কাজের টিউন। আমি ব্লগস্পট থেকে ওয়ার্ডপ্রেসে সিফট করার চেষ্টা করছি আমার জন্য দোয়া করবেন। আমি যেন ব্লগস্পট এর সফলতা ওয়ার্ডপ্রেসে ও ধরেরাখতে পারি। আমি এখন আপনার ব্লগের একজন নিয়মিত ভিজিটর
    .-= Masud´র শেষ পোস্ট: >>70 Themes for Windows XP 2010 =-.

    1. @Masud, আমি মনে করি,ব্লগস্পটের চেয়ে নিজের হোস্ট করা ওয়াডপ্রেস ভাল হবে, তবে ফ্রি ওয়ার্ডপ্রেস(wordpress.com) এর চেয়ে ব্লগস্পটই ভাল। তবে একটা কথা নতুন সাইটে গিয়ে পুরানো পোস্টগুলো (আগের সাইটের পোস্ট) প্রথমে শেয়ার না করাই ভাল,নতুন নতুন লেখা দিন। তারপর পেজ র‌্যাংক পেলে পুরানো লেখাগুলো ফিরিয়ে আনুন। নিয়মিত হওয়ার জন্য ধন্যবাদ,মাসুদ ভাই।

  7. এক পাতায় গুরুত্বপূর্ণ সব টিপস পেয়ে খুব উপকৃত হলাম। প্রতিটি লাইনই কাজের।
    আমি নিচের বিষয়টি সম্পর্কে আরও জানতে ইচ্ছুক-

    ১। ওয়ার্ডপ্রেসে প্রতিটি বিভাগের আলাদা আলাদা আইকন কিভাবে ব্যবহার করা যায়?
    ২। config.php ফাইল সম্পাদন: ডাটাবেজে wp_ সাফিক্স ব্যবহার না করা। সম্পর্কে বিস্তারিত জানান প্লিজ

    1. @এবিএম মহসিন, প্রতিটি বিভাগে আলাদা আলাদা আইকনের জন্য প্লাগইন আছে ,দেখতে পারেন। ডাটাবেজ-এ আপনি wp_ ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। একাধিক ওয়ার্ডপ্রেস একই ডাটাবেজএ ব্যবহার করতে হলে টেবিলের নামের প্রথম সাফিক্স ভিন্ন রাখবেন। তবে wp_ সাফিক্স ব্যবহার করাই ভাল বলে মনে করি।

  8. —-অসধারন—-
    তোমারেই যেন ভালবাসিয়াছি
    শত রুপ শতবার
    জনমে জনমে, যুগে যুগে অনিবার ।

  9. —-অসাধারন—-
    তোমারেই যেন ভালবাসিয়াছি
    শত রুপ শতবার
    জনমে জনমে, যুগে যুগে অনিবার ।

  10. ভাইয়া ব্লগিং জগতে আমি নতুন।কিছুদিন আগে ব্লগস্পটে একটা নতুন ব্লগ খুললাম। কিন্তু ব্লগটা এখনো কমপ্লিট করতে পারি নাই। দয়া করে ভাইজান আপনি আমার ব্লগটা একবার ঘুরে এসে আমাকে বলুন আর কি কি করতে হবে।ব্লগের উপরে আমার ইমেল আইডি দেখা যায় এটা কিভাবে সরব। তাও জানাবেন।এটাও তো একরকমের টিউটোরিয়াল, তাই না? আপনার সাহায্য এখন আমার ব্যাপকভাবে কাম্য।

  11. আকাশ আনসারী কেঃ আপনার ব্লগের ডিজাইনটা ভালই। আপাততঃ ব্লগের ডিজাইন নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই। আমি স্বাধারনতঃ ৫০ টি পোষ্ট লেখার আগে কাউকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সাইট ডিজাইনের বেপারে দুঃচিন্তা করতে নিষেধ করি। তার পরও বলছি-
    ১. প্রতিটি পোষ্টের বামে বা ডানে সমান সাইজের ছবি থাম্বনেইল করুন।
    ২. পোষ্টে সম্পূর্ণ লেখাটি প্রথম পাতায় না দিয়ে কিছু অংশ দিতে পারেন। সে ক্ষেত্রে ব্লস্পটে read more এর ব্যবহার করুন।
    ৩. সেইডবারে “লেবেল” উইজেট যুক্ত করুন। প্রতিটি পোষ্টে একটি করে লেবেল/বিভাগ দিন।
    আরও পোষ্ট করুন ও আমার ব্লগ বিষয়ক অন্যান্য পোষ্ট পড়ুন।ধন্যবাদ।

  12. অনেক দিন ধরেই আছি টিউটোরিয়াল বিডির সাথে। আরো নতুন পোস্টের জন্য অপেক্ষায় আছি। ওয়ার্ডপ্রেস সাইটের নিরাপত্তায় কি ভাবে .htaccess ব্যবহার করা যায়, এ’টা নিয়ে বিস্তারিত পোস্ট দিন।

Leave a Comment