সবার জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স, একটি ডিজিটাল পৃথিবীর সন্ধানে। (পর্ব: ১)

ইলেকট্রনিক্সের দুটি সাখার একটি হচ্ছে এনালগ ইলেকট্রনিক্স আর অন্যটি ডিজিটাল ইলেটট্রনিক্স। আমাদের দেশীয় প্রযুক্তিতে এনালগ ইলেকট্রনিক্সের প্রভাব কিছুটা লক্ষ করা গেলেও ডিজিটাল  ইলেকট্রনিক্স এর প্রভাব তেমনভাবে লক্ষনীয় নয়। অথচ আমরা দৈনন্দিন জীবনে ডিজিটাল প্রযুক্তিকেই বেশি ব্যবহার করছি। যা আমাদের নিজস্য নয় ফলে আমরা প্রতি নিয়তই একদিকে যেমন প্রযুক্তিতে পিছিয়ে পরছি অন্যদিকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। এমন সময় আমরা স্বপ্ন দেখছি ডিজিটাল বাংলাদেশ গড়ার ।

আমরা কি শুধু স্বপ্নই দেখব ?

যেখানে ইলেকট্রনিক্স  ভারত,  চিন, জাপানের মত দেশের জন্য আয়ের অন্যতম খাত সেখানে আমাদের দেশে তা ব্যয়ের খাত হিসেবে বিবেচিত।যদি আমাদের ডিজিটাল বাংলাদেশ স্বপ্নাটিকে বাস্তবে রূপ দিতে হয় তবে দ্রুত ডিজিটাল ইলেকট্রনিক্সের ধারনাকে ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে।যা কোন ব্যক্তি বিশেষের একার পক্ষে সম্ভব নয়। আমি তাই সকল প্রযুক্তিপ্রেমীদেরকে অমন্ত্রণ জানাচ্ছি, আমরা যে যতটুকু জানি তা সকলের সাথে বিনিময় করি, আমাদের জ্ঞনের সীমানাকে বিস্তৃত করি।হয়তবা আমাদের সকলের ছোট ছোট ধারনা গুলিই বড় কিছুর সৃষ্টি করবে। আমি শুরু করলাম, আমার বিশ্বাস আমরা সবাই মিলে অনেক দূর এগিয়ে নিতে পারব।

ডিজিটাল কাউন্টার একটি আকর্ষনীয় এবং বহুল ব্যবহৃর ডিভাইস।

ডিজিটাল ডিভাইস সমূহের মধ্যে একটি হচ্ছে কাউন্টার। আমাদের বিভিন্ন ক্ষেত্রে যেমন ইন্ডস্ট্রিতে বিভিন্ন উপাদানের সংখ্যা গননা, তেল পাম্পে কি পরিমান তেল উঠানো হল তা গননার ক্ষেত্রে, লিফট কত তলায় আছে তা প্রদর্শনে , এ ছাড়া ডিজিটাল ঘড়ি ,  ডিজিটাল মিটার , ফ্রিকোয়েন্সি কাউন্টার, ক্যালকুলেটর ইত্যাদিতে কাউন্টার ব্যবহৃত হয় । মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলার ইত্যাদিতেও অভ্যন্তরীন অংশ হিসেবে কাউন্টার থাকে।
7490

বাজারে Ic আকারে বিভিন্ন ধরনের কাউন্টার পাওয়া যায়। যাদের মধ্যে অতি পরিচিত হচ্ছে
7490 (M0d 10), 7493(Mod 16), 7412(Mod 12), 74190 (Mod 10,Up/ down),  74196, 74290 , 74160, 74191 (Mod 10,Up/Down) ইত্যাদি।

এখানে Mod 10 কথার অর্থ হচ্ছে কাউন্টারটি 0-9 পর্যন্ত গননা করতে পারে। Mod10 Up/Down কথাটির অর্থ হচ্ছে কাউন্টারটি 0-9 বা 9-0 উভয় দিকেই গননা করতে পারে।

আমার কাছে 7490(Mod 10 )  কাউন্টার টিকে একটু বিশেষ ধরনের মনে হয়েছে। তাই এর মাধ্যমেই শুরু করলাম। এই কাউন্টারটি মূলত একটি (Mod 2)ও একটি (Mod 5) কাউন্টারের সমন্বয়ে গঠিত। যা ব্যবহার করে  (Mod 3),(M0d 4),(Mod6),(M0d 7),(Mod 8), (Mod 9) কাউন্টারও তৈরি করা যায়।

পরবর্তীতে এ প্রক্রিয়াটিও উপস্থাপন করব বলে আশা রাখি। যা হোক 7490 এর ব্লক ডায়াগ্রাম থেকে দেখা যায় যে এতে দুইটি ইনপুট পিন InputA (Pin No 1)   এবং   InputB (Pin No 14) রয়েছে। যা ক্লক পালস গ্রহণ করে এবং প্রতিটি পালসের জন্য কাউন্টারের আউটপুটের মান এক এক করে বৃদ্ধি করে। 7490 তে মোট ৪টি আউটপুট  যথাক্রমে QA (Pin No 12), QB (Pin No 9), QC (Pin No 8), এবং QD (Pin No 11)  রয়েছে। এ আউটপুট পিন গুলো Binary সংখ্যায় (0000-1010) অর্থাৎ Decimal (0-9) প্রদর্শন করে। এর ৫ নং পিন Vcc মানে এই পিনে +5V DC সাপ্লাই দিতে হয় এবং  এর ১০ নং পিন Gnd এতে  0 V সাপ্লাই দেওয়া হয়। এর সামান্য কম বেশি হলেও কাজ করবে।

7 thoughts on “সবার জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স, একটি ডিজিটাল পৃথিবীর সন্ধানে। (পর্ব: ১)”

  1. যদি আমাদের ডিজিটাল বাংলাদেশ স্বপ্নাটিকে বাস্তবে রূপ দিতে হয় তবে দ্রুত ডিজিটাল ইলেকট্রনিক্সের ধারনাকে ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে।যা কোন ব্যক্তি বিশেষের একার পক্ষে সম্ভব নয়।
    ——————————————————————————————-
    ঠিক বলেছেন, আমারা শুধু স্বপ্নই দেখব না, বাস্তবেও রূপ দিতে চাই স্বপ্নকে। তবে আমরা ইলেক্ট্রনিক্সে অনেক পিছিয়ে আছি। এখনো আইসি তো দূরের কথা, একটি রেজাস্টারও তো আমরা বানাই না।
    ——————————————————————————————-
    টিউটরিয়ালবিডিতে আপনাকে স্বাগতম,আসিম ভাই। আপনার জ্ঞান ভান্ডার শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার নিয়মিত উপস্থিতি কামনা করছি।

  2. Pingback: বাংলা টিউটরিয়াল » Blog Archive » সহজে তৈরি করুন ইন্টেলিজেন্ট কারেন্ট টেস্টার, একটি আকর্ষনীয় সার্কিট

  3. Pingback: বাংলা টিউটরিয়াল » Blog Archive » এনিমেশন তৈরি করি (Macromedia Fireworks টিউটোরিয়াল)।

  4. Pingback: বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » ইলেকট্রনিক্স টিউটো

  5. Pingback: বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » সুখের সন্ধানে আমাদ

  6. Wow, fantastic blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your web site is wonderful, as well as the content!. Thanks For Your article about সবার জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স, একটি ডিজিটাল পৃথিবীর সন্ধানে। (পর্ব: ১) | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment