সিএমএস রিভিউ:: দ্রুপাল

দ্রুপাল ওপেন সোর্সভিত্তিক একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)। এটি একটি অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । দ্রুপাল পিএইচপি’র সমন্বয়ে তৈরি করা হয়েছে । পিএইচপি কোডিংয়ের মাধ্যমে তৈরি এই সিস্টেমটি ‘দ্রুপাল কোর’ নামেও পরিচিত । ২০০৬ থেকে ২০০৯ এ ওপেনসোর্স সিএমএস অ্যাওয়ার্ড-এ ১ম এবং ২০১০ এ ২য় অবস্থান অর্জন করে। অনলাইন সার্ভারে দ্রুপাল ইনস্টল করে ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা যায়। এ কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে পরিসংখ্যান ও লগইন, উন্নতমানের সার্চ, ব্লগ, ফোরাম ও পোল তৈরি করা সম্ভব । দ্রুপাল বেশ কঠিন একটি সিএমএস। দ্রুপাল শেখা ও বুঝে ওঠার জন্য যথেষ্ট শ্রম ও ধৈর্য্যের প্রয়োজন। কেননা, বিল্ট-ইন এডিটর নেই। এডিটর যোগ ও কনফিগার করাটাও বেশ ঝকমারি। এমনকি লেখাতে ছবি যোগ করতে হলে আলাদা এক্সটেনশন ইন্সটল করতে হয়।

দ্রুপালের ইতিহাসঃ

২০০১ সালের ১৫ জানুয়ারি সর্বপ্রথম দ্রুপাল সিএমএস প্রকাশিত হয় ।  ক্রমে ক্রমে দ্রুপাল এর চাহিদা বেড়েই চলছে । জুমলার মত দ্রুপালেরও ডেভেলপার একক কোন ব্যক্তি নয় । দ্রুপাল প্রায় সাত লক্ষ ব্যবহারকারী এবং ডেভেলাপারদের রক্ষনাবেক্ষনে বিকশিত একটি মুক্ত সফটওয়ার । হোয়াইট হা‌উস, এমটিভি মিউজিক ইউকে সহ বেশ কিছু বড় কিছু মার্কা দ্রুপালের দলে আছে । দ্রুপালের বেশ কিছু ভার্সন রয়েছে ।

ভার্সন প্রকাশ
1.0 15 Jan 2001
2.0 15 Mar 2001
3.0 15 Sep 2001
4.0 16 Jun 2002
4.5 16 Oct 2004
4.6 16 Apr 2005
4.7 16 May 2006
5.0 15 Jan 2007
6.0 13 Feb 2008
7.0 5 Jan 2011

দ্রুপালের সুবিধাঃ

  • বিল্ট-ইন ব্লগ, ফোরাম এবং পারমিশন সিস্টেম দ্রুপালের প্রথম আকর্ষণ।
  • দ্রুপাল সিএমএস সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় ।
  • এটি এমন একটি শক্তিশালী সিএমএস প্রোগ্রাম, যা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যে কোন ধরনের ওয়েব সাইট অতি সহজেই তৈরি করতে পারবেন ৷
  • এটি ইচ্ছেমত পরিবর্তন/Customize করা যায় ।
  • এখানে রয়েছে অসংখ্য থিম এবং প্লাগিন ।
  • দ্রুপাল দিয়ে তৈরী করা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য জুমলা ডেভেলপার খুবই সহজলভ্য।
  • এখানে আপনার রয়েছে পূর্ণ স্বাধীনতা । আপনার সাইটের সবকিছু আপনি নিয়ন্ত্রন করবেন ।

দ্রুপালের সাহায্যে আপনি যেসব সাইট তৈরি করতে পারবেনঃ

  • ব্লগিং
  • সংবাদপত্র বা ম্যাগাজিন
  • টেলিভিশন
  • ই-কমার্স
  • উইকি সাইট
  • মাল্টিমিডিয়া ইত্যাদি

ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি পড়ার জন্য । ভালো থাকবেন সবাই ।

Leave a Comment