জুমলা একটি অ্যাওয়ার্ড বিজয়ী কন্টেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম (সিএমএস) যা ব্যবহার করে আপনি প্রায় আপনি ব্লগ, ফোরাম, সংবাদপত্র, সামাজিক নেটওয়ার্ক, পোর্টাল সহ যেকোন রকমের ওয়েবসাইট তৈরী করতে পারেন। তবে, এটা ওয়ার্ডপ্রেস থেকে কিছুটা জটিল । জুমলা তৈরি করা হয়েছে PHP প্রোগ্রমিং ল্যাংগুয়েজ ব্যবহার করে এবং তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় MySQL ডাটাবেস।
জুমলার ইতিহাসঃ
২০০৫ সালের ১৭ আগস্ট সর্বপ্রথম জুমলা প্রকাশিত হয় । ক্রমে ক্রমে জুমলা এর চাহিদা বেড়েই চলছে । জুমলার ডেভেলপার একক কোন ব্যক্তি নয় । জুমলা ডেভেলোপে বিশ্বের হাজার হাজার ডেভেলোপার কাজ করেছেন। গত ২০১৩ সালের এপ্রিল মাসের ২৪ তারিখে ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ ভার্সন ৩.১ প্রকাশিত হয় । ২০১৩ সালের জুলাই মাস পর্যন্ত জুমলা’র সংস্করণ ৩৫ বিলিয়ন বারের বেশি ডাউনলোড করা হয়েছে ।
জুমলা’র সুবিধাঃ
- জুমলা সিএমএস সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় ।
- জুমলা এমন একটি শক্তিশালী সি এম এস প্রোগ্রাম, যা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যে কোন ধরনের ওয়েব সাইট অতি সহজেই তৈরি করতে পারবেন ৷
- এটি ইচ্ছেমত পরিবর্তন/Customize করা যায় ।
- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি সাইট তৈরি করতে জুমলা ব্যবহার করা হয় ।
- ই-কমার্স বা যেকোন ব্যাবসায়িক ওয়েবসাইট সাইট করতে জুমলা ব্যবহার করা হয়।
- এখানে রয়েছে অসংখ্য থিম এবং প্লাগিন ।
- জুমলা দিয়ে তৈরী করা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য জুমলা ডেভেলপার খুবই সহজলভ্য।
- জুমলা’র সিকিউরিটি সিস্টেম অত্যন্ত শক্তিশালী ।
- এখানে আপনার রয়েছে পূর্ণ স্বাধীনতা । আপনার সাইটের সবকিছু আপনি নিয়ন্ত্রন করবেন ।
ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি পড়ার জন্য । ভালো থাকবেন সবাই ।
আর্টিকেল লেখার সহজ উপায় হল কারও লিখা একটা আর্টিকেল কপি করে তা নিজের মত করে সাজিয়ে প্রকাশ করা। এই কাজটি করার জন্য আমাদের বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে তার প্রথম ধাপ হল আর্টিকেল সংগ্রহকরণ।
আমি অমল দাস, পাবনা। আমি জুমলায় Artical এর মধ্যে কোন doc,pdf যোগ করেতে পারছি না। দয়া করে যদি আমার ই-মেলে সমাধানটা দিয়ে দিতেন তাহলে কৃতজ্ঞ থাকব।
E-mail: amolkumar27@gmail.com