ওয়ার্ডপ্রেস এর কিবোর্ড শর্টকাট

কেমন আছেন সবাই । আশা করি আল্লাহ্‌র অশেষ কৃপায় ভালই আছেন । আমিও ভাল আছি । ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) ব্লগিং সফটওয়্যার । এটি একটি ওপেন সোর্স (ফ্রি) ব্লগিং সফটওয়্যার । কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই ওয়ার্ডপ্রেস এ ব্লগ তৈরি করা যায় । বেশীরভাগ ওয়েব ডেভেলপারগন ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন । কারণ, একটি ডাইনামিক সাইট কিংবা ব্লগ তৈরি করতে ওয়ার্ডপ্রেস-ই সর্বোৎকৃষ্ট । আমরা কোন কাজ দ্রুত সম্পূর্ণ করতে শর্টকাট ব্যবহার করি । আমার আজকের এই পোস্ট ওয়ার্ডপ্রেস এর কীবোর্ড শর্টকাট নিয়ে ।

ওয়ার্ডপ্রেস এর কিবোর্ড শর্টকাটসমুহ;

  • Link: Alt + Shift + A
  • Bold: Ctrl + B
  • Align Center: Alt + Shift + C
  • Strikethrough: Alt + Shift + D
  • Edit HTML: Alt + Shift + E
  • Align Left: Alt + Shift + F
  • Full Screen editing: Alt + Shift + G
  • Help: Alt + Shift + H
  • Italics: Ctrl + I
  • Align Full: Alt + Shift + J
  • List Item (li): Alt + Shift + L
  • Insert image: Alt + Shift + M
  • Check Spelling: Alt + Shift + N
  • Ordered List (ol): Alt + Shift + O
  • Publish the Post: Alt + Shift + P
  • Blockquote: Alt + Shift + Q
  • Align Right: Alt + Shift + R
  • Unlink: Alt + Shift + S
  • Read More: Alt + Shift + T
  • Unordered List: Alt + Shift + U
  • Advanced Editor: Alt + Shift + V
  • Unquote: Alt + Shift + W
  • Redo: Ctrl + Y
  • Undo: Ctrl + Z
  • Advanced Editor: Alt + Shift +Z
  • Various header sizes: Ctrl +Number (eg: Ctrl+1,2,3,4,5,6)

ওয়ার্ডপ্রেস কিবোর্ড শর্টকাট সক্রিয় করতে Administration > Users > Your Profile এ যান ।

ভাল লাগলে কমেন্ট করবেন । ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য ।

আপনি টিউটোরিয়াল মেলা থেকে অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন।

Leave a Comment