আপনার মডেমে কি অন্য কোন ও অপারেটর সিম সাপোর্ট করে না । এখন Unlock করে নিন ।

সবাই প্রথমে আমার সালাম গ্রহন করবেন। আশা করি সবাই ভাল আছেন। ভাল থাকেন এই কামনাই করি। অনেক দিন ধরে আমি বাংলালিংক মডেম ব্যাবহার করতেছি । আর যখন একদিন আমার নেটএর মেগাবাইট শেষ হয়ে যাই। তখ্নই আমি একটা রবি সিম ঢুকিয়ে নেট চালু করার চেষ্টা করলাম। আর তখন ই  দেখলাম  সিম সাপোর্ট করেন না  । আর  তখন  বাংলালিংক কাস্টমের কাছে কল দিয়ে দেখি  এদের  মডেমে নাকি বাংলালিংক সিম ছাড়া অন্য  অপারেটর ব্যাবহার  করা যাবে না ।

তাই আজকে  নেটে এ অনেক  খুঁজতে খুঁজতে একটা সফটওয়্যার পেলাম । যেটা দিয়ে শুধু বাংলালিংক মডেম না আরও অনেক ধরনের মডেম  আনলক করা যাই তাই ভাবলাম আপনাদের সাতে শেয়ার করি । মডেম Uncock করতে একটা সফটওয়্যার লাগবে । সফটওয়্যার টির ডাউনলোড লিঙ্ক :

Click Here To Download

Supported device :

Huawei datacards, Huawei phones, Longcheer, Maxon, Micromax, MYWAVE, Novatel, ONDA, Option, SierraWireless, SkypePhone AMOI, ZTE datacards.

নিচের নিয়ম আনুসারে আপনার  Unlock মডেম করেন । 

এখানে  থেকে আপনার মডেমের ব্রান্ডের নামটা বাছাই করে নিন ।

এখানে  থেকে আপনার মডেমের মডেল টা সিলেক্ট করে দিন ।

তারপর Search বাটনে ক্লিক করুন ।

মডেম পেলে এই রকম ইনফো দেখাবে ।

তারপর আনলক Option  ক্লিক করুন ।

ব্যাস্‌ আপনার মডেম Unlock । এখন ইচ্ছা মত অপারেটরে ব্যবহার করুন।

join our group.
Facebook : Free Software zone

10 thoughts on “আপনার মডেমে কি অন্য কোন ও অপারেটর সিম সাপোর্ট করে না । এখন Unlock করে নিন ।”

  1. city cell zoom ultra ke unlock kora jabe? ar unlock korar somoy ke sim na dhukeya modem te conect korbo pc te then unlock korbo ? nake je sim use korbo ta modem a vore tarpor unlock korbo??

Leave a Comment