Notepad ++ এর দুইটি প্রয়োজনীয় প্লাগিন

একটা প্লাগিন আমি HTML জাতীয় কোডের শেষের অংশ অটো কম্পিট করার জন্য ব্যাবহার করি। (প্লাগিনটার নাম TextFX characters)

আরেকটা প্লাগিন নোটপ্যাডে থেকেই ফাইল এক্সপোর করার সুবিধার জন্য কাজে লাগে। (প্লাগিনের নাম Explorer)

নোটপ্যাড ++ সেট আপ দিয়ে Settings > Preferences গিয়ে Auto-completion থেকে Enable Auto-completion on each input ও Function parameter hint on input দুইটাতেই টিক চিহ্ন দিয়ে দিতে হবে।

Untitled

আর প্লাগিন সেটআপ দেবার জন্য Plugins > Plugins Manager > Show Plugins Manager এ গিয়ে available ট্যাব থেকে একে একে TextFX characters আর Explorer প্লাগিন দুইটা সেট আপ দিতে হবে ।

Explorer প্লাগিনটা একটিভ করার জন্য Plugins > Explorer মেনু থেকে ExPlorer এ টিক চিহ্ন দিয়ে দিতে হবে

ভিডিও লিংক ও দিলাম

Leave a Comment