ওয়ার্ডপ্রেস সাইটের কোন পেজে শুধুমাত্র আজকের প্রকাশিত পোস্টগুলো প্রদর্শন করুন

1ওয়ার্ডপ্রেসের যদিও যাত্রা শুরু হয়েছিল ব্লগিং সি এম এস হিসেবে, কিন্তু বর্তমানে, এডুকেশনাল,অফিশিয়াল, ই-কমার্স সহ প্রায় সকল ধরণের সাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হচ্ছে।   ওয়ার্ডপ্রেস শুরু থেকে এখনো জনপ্রিয়তায় শির্ষে  ব্লগ, নিউজ এবং ম্যাগাজিন সাইটের সি এম এস হিসেবে। সাধারণত নিউজ পেপার এবং অধিক জনপ্রিয়  ব্লগ সমূহে চলমান দিনের পোস্ট সমূহ আলাদাভাবে কোন পেজে বা হোমপেজে প্রদর্শনের প্রয়োজন হয়। বিষয়টা এমন যে কোন একটা দিনে যদি মোট ১০ টি পোস্ট করা হয় তাহলে ১০ টি পোস্টই শুধুমাত্র ঐ নির্ধারিত পেজে প্রদর্শিত হবে, পোস্টের সংখ্যা যদি ১৫,৫,২০ বা যে কোন সংখ্যা হয় তাহলে ঐ সংখ্যক পোস্ট নির্ধারিত পেজে প্রদর্শিত হবে। হোমপেজ হলে সর্বোচ্চ কতটি পোস্ট প্রদর্শিত হতে পারবে তা সেটিংস থেকে নির্ধারণ করে দেয়া যায়। তাহলে আসুন চেষ্টা করা যাক।

ওয়ার্ডপ্রেস সাইটের কোন পেজে শুধুমাত্র আজকের প্রকাশিত পোস্টগুলো প্রদর্শন করুন

আপনি যদি হোমপেজে, শুধুমাত্র আজকের দিনের পোস্টসমূহ দেখাতে চান তাহলে , আপনি যে থিমটি ব্যবহার করছেন তার index.php ফাইলটি ওপেন করুন ।

<?php if(have_posts()) : ?> লাইনটি খুজে বের করুন ।

এখন <?php এর ঠিক পরে নিচের দুটো লাইন যুক্ত করে দিন।

$day = date(‘j’);

query_posts(‘day=’.$day);

তাহলেই কাজ শেষ।

তাহলে <?php if(have_posts()) : ?> এর বর্তমান অবস্থা।

<?php  $day = date(‘j’);
query_posts(‘day=’.$day);  if(have_posts()) : ?>

আপনাদের সুধিারর্থে আমি পুরো  পোস্ট কোয়েরি কোড দিয়ে দিচ্ছি।

<?php  $day = date(‘j’);
query_posts(‘day=’.$day);  if(have_posts()) : ?>

<?php while (have_posts()) : the_post(); ?>

<?php the_content(); ?>

<?php endwhile; ?>

<?php endif; ?>

আশাকরি সবাই করতে পারবেন। হোম পেজ ছাড়াও কাস্টম টেমপ্লেট পেজে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। আর সাবধানতা অবলম্বন করার জন্য আপনার index.php এডিটিং করার পূর্বে একটা কপি করে রাখুন। আপনার ব্লগে বা সাইটে যদি প্রতিদিন ১০ টি বা তার বেশি পোস্ট হয়  এবং আপনি যদি শুধুমাত্র চলমান দিনের পোস্ট গুলো দেখাতে চান তাহলে এই পদ্ধতি  হোম পেজে ব্যবহার করতে পারেন । কারন  কোন বিশেষ দিনে কোন পোস্ট না হলে এ পদ্ধতি ব্যবহার করলে  হোম পেজ সম্পূর্ণ খালি দেখাবে। আর কোন সমস্যা হলে মন্তব্যে উল্লেখ করুন।

………………………………………………………………………………..
জ্ঞন বিজ্ঞানের সংস্পর্শে আলোকিত একটা সুন্দর সমৃদ্ধ পৃথিবীর প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল।

1 thought on “ওয়ার্ডপ্রেস সাইটের কোন পেজে শুধুমাত্র আজকের প্রকাশিত পোস্টগুলো প্রদর্শন করুন”

  1. আমার সাইট ও ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করা। আমি নতুন একা একাই শিখেছি। তাই আমার অনেক কিছুই জানা নাই। আজও আমি আপনার মাধ্যমে নতুন কিছু জানতে পারলাম। তাই আমি আপনার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।

Leave a Comment