ফেসবুক এখন গুগলগ্লাসে!

গুগলের তৈরি করা গুগল গ্লাস যেটিকে বলা হচ্ছে পরিধানযোগ্য কম্পিউটার,চোখে পরেই সারাবিশ্ব ঘুরা যাবে। এই গুগল গ্লাসের কার্যাবলি সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। অপরদিকে সারাবিশ্বে সামাজিক যোগাযোগ সাইটগুলোর মধ্যে ফেসবুক অত্যধিক জনপ্রিয়। আর সেই ফেসবুকও এখন ব্যবহার করা যাবে গুগল গ্লাসে! সম্প্রতি ফেসবুক ব্যবহারের জন্য একটি এপস তৈরি করেন অন্য আরেকটি কোম্পানি। “Glass to Facebook” নামকরণ করা হয় এপসটির।

L5TcYOwyW9BjH-fwF6FZ0ciGDbZKwxt5HVopplI1Iuk
ফেসবুক একাউন্টে একবার কনেক্ট করলে এই এপসটির মাধ্যমে গুগল চশমায় তোলা ছবিও শেয়ার করা যাবে। এই এপসটি অনেকটা Twitter cli এই এপস এর মত কাজ করবে। এই Twitter cli
এপসটিও গুগল গ্লাসের জন্য অন্য একটি কোম্পানি বানিয়েছিলেন।

Leave a Comment