আপনার মজিলা ফায়ারফক্স এ পাসওয়ার্ড দিবেন যে ভাবে।

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমাদের ইন্টারনেট ব্রাউজ করার জন্য অন্যতম এক ব্রাউজার হল মোজিলা ফায়ার ফক্স। অনেক অনেক ব্রাউজার ইন্টারনেটে ফ্রি পাওয়া গেলেও অধিকাংশ ইউজার মোজিলার প্রেমে পড়ে যায় তাই মোজিলা ব্রাউজারের ইউজার এখন অগণিত। যাই হোক বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের ব্রাউজারে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়ে তাই আমি আজ দেখাবো কিভাবে আপনার মোজিলা ব্রাউজারে মাস্টার পাসওয়ার্ড সেট করবেন। চলুন শুরু করা যাক।

১. প্রথমে আপনি মোজিলার tools থেকে options এ যান।

1

২. এবার যে উইন্ডোজ টি আসবে সেখান থেকে security ট্যাব এ ক্লিক করবেন। এবং use a muster password এ টিক মার্ক দিবেন

[SCM]actwin,0,0,0,0;about:newtab Options firefox 02-05-13 , 08.24.20

৩. এখন যে পপ-আপ উইন্ডো আসবে সেখানে পাসওয়ার্ড সেট করে OK ক্লিক করুন।

3

এখন আপনার মোজিলা ব্রাউজার পাসওয়ার্ড প্রোটেক্টেড।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।

Leave a Comment