কম্পিউটার নিরীক্ষার সফটওয়্যার ….

অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিরীক্ষার প্রয়োজন পড়ে। Belarc Advisor নামক নিরীক্ষার সফওয়্যারটির মাধ্যমে এ কাজটি খুব সহজেই করা যায়। এজন্য http://www.belarc.com/free_download.html ঠিকানার ওয়েবসাইট থেকে মাত্র ১.৯ মেগাবাইটের সফটওয়্যারটি নামিয়ে নিন। এবার ইন্সটল করে রান করুন। দেখবেন আপনার কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সকল তথ্য পেয়ে গেছেন।

2 thoughts on “কম্পিউটার নিরীক্ষার সফটওয়্যার ….”

  1. আমি ভালো ইংরজী জানি না টিউটরিয়াল বিডি সাইট টা দেখার পর আমি এখান থেক অনেক কিছুই জানতে পেরেছি যা আমার পক্ষে অসম্ভব ছিল।

    ধন্যবাদ টিউটরিয়াল বিডির সাথে যার সুন্দর লেখা আমাদের কে উপকৃত করছেন

    1. @manik kumar, আপনাকেও ধন্যবাদ। আশা করি আপনার নিয়মিত উপস্থিতি আমাদের এগিয়ে যেতে সহায়তা করবে। সাথে থাকুন, ভাল থাকুন।

Leave a Comment