নিজেই তৈরি করুন বজ্রপাতের ছবি

বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমার অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম ব্লগ রাইটিং। আশা করি, মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের জন্য একটি ফটোশপ ওয়ার্ক নিয়ে এসেছি। সাধারনত আমরা বজ্রপাত আকাশে সৃষ্টি হতে দেখি। কিন্তু এটা চাইলে ফটোশপে বানানো যায়। নিচে আমি আপনাদের জন্য বানালাম ফটোশপে বজ্রপাতের। ধারাবাহিক ভাবে কাজের বর্ননা এবং সম্পৃক্ত ছবি দেওয়া হয়েছে।
কাজের বর্ননাঃ
১। প্রথমে new document open করুন
২। তারপর gradiant tool এ যান এবং colour black and white করেন
৩। document এ gradint নেন [black and white]

pic1
৪। filter tool  এ গিয়ে render এ যান এবং different clouds select করুন

pic2
৫।image tool এ গিয়ে adjustment এ যান এবং  invert select করুন

pic3
৬।image এ গিয়ে আবার adjustment এ যান এবং  levels adjust করুন

pic4

finalpics
ব্যস তৈরি হয়ে গেল বজ্রপাতের ছবি।
আশা করি চেষ্টা করলে পারবেন। আর আমার কাজের ভুল থাকলে বা বুঝতে কোন অসুবিধা হয়ে কমেন্টের মাধ্যমে জানান। কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।আবারো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজকের মত।

আল্লাহ হাফেজ।

1 thought on “নিজেই তৈরি করুন বজ্রপাতের ছবি”

Leave a Comment