রিলিজ হলো এডোব ইলাস্ট্রেটর বাংলা ভিডিও টিউটোরিয়াল প্যাকেজ! ইউটিউব এবং DVD দুইটাই রয়েছে সংগ্রহ করার জন্য!

ফটোশপ টিউটোরিয়াল প্যাকেজ প্রকাশ করার পর সেই ধারাবাহিকতায় রিলিজ হয়েছে এডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ভিডিও প্যাকেজ। পুরো ইলাস্ট্রেটর টিউটোরিয়ালটি নতুন ভার্শন CS6 এর উপর করা হয়েছে। তবে পুরাতন ভার্শন দিয়েও শেখা যাবে। আমার পরামর্শ থাকবে আপনি যদি নতুন শেখা শুরু করেন তাহলে অবশ্যই নতুন ভার্শন দিয়ে শেখা শুরু করুন।

একেবারেই ব্যাসিক থেকে টিউটোরিয়াল শুরু করা হয়েছে। ধারাবাহিকভাবে ধীরে ধীরে সবগুলো টুল নিয়ে আলোচনা করা হয়েছে। তাই যে কেউ এই টিউটোরিয়াল দেখে ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা পেতে পারবেন।

টিউটোরিয়াল ট্রেইলারঃ

একনজরে দেখে নিতে পারেন কি কি থাকছে টিউটোরিয়ালে।

Illustrator Bangla Video Tutorial Trailer

http://youtu.be/nke9K5crkJU

ডিভিডিতে যা যা থাকছেঃ

  • ইলাস্ট্রেটরের ৫০টি ধারাবাহিক HD ভিডিও টিউটোরিয়াল।
  • ইলাস্ট্রেটর CS6 ফুল ভার্শন সফটওয়্যার।
  • ভিডিওতে ব্যবহৃত সকল সোর্স ফাইল।
  • ১৫০০+ সেরা ইংলিশ ফন্ট।
  • ৭০০+ সেরা বাংলা ফন্ট।

এছাড়াও টিউটোরিয়ালের জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যারও রয়েছে।

দেখে নেই ডিভিডি কভারঃ

cover-upload

অটোরান মেনুঃ

ডিভিডি আপনার কম্পিউটার ড্রাইভে ঢুকানোর পর আপনার যদি অটোরান ওপেন থাকে তাহলে অটো একটি মেনু আসবে। যেখান থেকে আপনি সকল ফাইল ওপেন করতে পারবেন। চলুন এক নজরে দেখে নেই মেনুটি।

auto run

মেনু ওপেন করার সাথে সাথে চমৎকার একটি সাউন্ডও শুরু হবে। তবে আপনি ইচ্ছে করলে সেটা অফ করে দিতে পারেন মেনু থেকে।

ইউটিউব চ্যানেলঃ

সবগুলো ভিডিও অনলাইনে ফ্রী দেখা যাবে। প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হবে। তাই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এখন থেকে সকল ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভিডিও চ্যানেল লিঙ্ক।

DVD সংগ্রহ করার পদ্ধতিঃ

রকমারি.কম(rokomari.com):

সাড়া বাংলাদেশ থেকে ডিভিডি সংগ্রহ করা যাবে এই সাইট থেকে।

গত বছরের শুরুর দিকে চালু হওয়া অনলাইন স্টোর রকমারি ডটকম দ্রুত জনপ্রিয়তা পায়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৩০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে হডিভিডি/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই। উপহার হিসেবে এখান থেকে বই পাঠানোরও ব্যবস্থা আছে।
সংক্ষেপে রকমারি সাইট সম্পর্কে জানানো হয়েছে। অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। তারপর ফটোশপ ডিভিডিটি এখান থেকে  ক্রয় করুন অপশন থেকে অর্ডার দিন।

ho

 

রিভিউ অপশনে আপনাদের মতামত দিলে আরো ভাল হয়। :)

হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ 01841 114 114 , 01841 115 115০,১৫১৯৫২১৯৭৪-৫। যে কোন সমস্যায় ফোন করতে পারেন। ডিভিডি তাড়াতাড়ি পেতে ফোন করে দেয়াটাই বুদ্ধিমান। ;)

সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডিভিডি হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করতে হবে। আর আপনি একসাথে অন্যান্য বই/ ডিভিডিও অর্ডার করতে পারেন। চার্জ হবে ৩০ টাকাই! সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। এমনকি এখানে থেকে আপনি গিফটও করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন hasan.jubair@yahoo.com

BCS কম্পিউটার সিটি IDB ভবনঃ

আপনার খুব কাছেই যদি IDB ভবন থাকে তাহলে সেখান থেকেও আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর  ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। শেরে বাংলা নগরের এই ভবনটি হচ্ছে বাংলাদেশের সর্ব বৃহৎ কম্পিউটার মার্কেট। এখান থেকেও আপনি সরাসরি ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। যে দোকানে ডিভিডিটি পাবেন তার ঠিকানাঃ

Nikor

দোকানের সিরিয়াল নাম্বারঃ ১২১ ( দ্বিতীয় তলা)। সিডি/ ডিভিডির দোকান। সিড়ির বাম পাশেই এই দোকান খুজে পাবেন। দোকানে গিয়ে হাসান যোবায়েরের  ফটোশপ, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ডিভিডির কথা বললেই হবে। মূল্য ৩০০ টাকা। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন hasan.jubair@yahoo.com।

রবিবার  এই মার্কেট বন্ধ থাকে।

মাল্টি প্ল্যান সেন্টারঃ

এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টি প্ল্যান সেন্টার আরেকটি বড় কম্পিউটার মার্কেট। এখান থেকেও আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। যে দোকানে পাবেন তার ঠিকানাঃ

দোকানের নামঃ Inexport Technology Ltd.

দোকান নাম্বারঃ ৬০৯, ৬ তলা, ৬৯/৭৪। সিড়ি লিফটের বাম পাশের দিকেই পাবেন। দোকানে গিয়ে হাসান যোবায়েরের ফটোশপ, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ডিভিডির কথা বললেই হবে। মূল্য ৩০০ টাকা।

যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন hasan.jubair@yahoo.com।  মঙ্গলবার এই মার্কেট বন্ধ থাকে।

ডিভিডি চেকঃ

আমি নিজে চেক করে বা আমার মাধ্যমে যে ডিভিডিটি গিয়েছে সেই ডিভিডিতে আমার সাইন থাকবে। তাই  সাইন না থাকা ডিভিডির দায় দায়িত্ব আমি নিবো না। কারণ এই ডিভিডি কপি করে যে কেউ আপনার কাছে বিক্রি করতে পারে। তাই সেই ডিভিডিতে কোন সমস্যা থাকলে দায় আমি নিব না। তাই অবশ্যই এই সাক্ষর চেক করে নিবেন।

Check My sign

 

আর ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কেউ ডিভিডি কপি করতে পারেন। কিন্তু ব্যবসায়িকভাবে কেউ কপি করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনার যদি দোকান থাকে বা বড় কোন ধরণের প্ল্যান থাকে অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন।

জয়েন করুন

প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ।

প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ।

 

এছাড়াও আছে ফটোশপ টিউটোরিয়াল ডিভিডি। বিস্তারিত জানুন এখানে।

ps-dvd

 

2 thoughts on “রিলিজ হলো এডোব ইলাস্ট্রেটর বাংলা ভিডিও টিউটোরিয়াল প্যাকেজ! ইউটিউব এবং DVD দুইটাই রয়েছে সংগ্রহ করার জন্য!”

    1. হাসান যোবায়ের

      অনেক ধন্যবাদ। আশা করি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালও ভাল লাগবে। 🙂

Leave a Comment